বদলি হলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি। শনিবার নির্বাচন কমিশনের নির্দেশের জেরে আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত কুমার সিং কে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। এই অবস্থায় ভোটের আগে পুলিশ সুপার বদলি নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা শুরু হয়েছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে একাংশের মত। বিষয়টি নিয়ে জেলার কোন সরকারি আধিকারিক কোন রকম মন্তব্য করতে চাইছেন না।
নির্বাচনের সময়তে বদলি আলিপুরদুয়ার পুলিশের সুপার
