Site icon উত্তরবঙ্গ Journal

ফের নির্বাচনের আগে উঠছে পাহাড় ইস্যু। সদুত্তর নেই কেন্দ্রের বিজেপির কাছে।

শিলিগুড়ি। পাহাড় সমস্যা নিয়ে ফের ঘোলা জলে মাঝে ধরতে নেমেছে পদ্ম শিবির। নির্বাচন এলেই পাহাড়বাসীর স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টি মনে পড়ে যায় বিজেপি নেতৃত্বদের।লোকসভার সাংসদ রাজু বিস্ট হওয়ার জয়ী হওয়ার পর গোনা কয়েকবার তিনি পাহাড়ে গিয়েছেন। আর এই দু বছর সময়কালে একাধিক বার পাহাড় ইস্যু নিয়ে কথা বললেও সাংসদ সহ নিশ্চুপ থেকেছেন দিল্লি থেকে আসা কেন্দ্রীয় নেতৃত্বরা। এমনকি সংবিধান বহির্ভূত যুক্তি দেখিয়ে কখনও রাজ্যের তৃণমূল সরকারের কোটেও বল ঠেলেছেন তারা। বিমল – বিনয় উভয় শিবিরই একাধিকবার দাবি তুলেছে পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধান চেয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। কারন পুরো বিষয়টিই তাদের হাতে ন্যস্ত। সেক্ষেত্রে বারংবার কেন্দ্রীয় নেতৃত্বদের বলার পরও বিষয়টিতে আমোল দেওয়াতো দুরস্ত সেই প্রসঙ্গ লাগাতার এড়িয়ে চলেছে বিজেপি। কিন্তু নির্বাচন আসতেই বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার পাহাড় ইস্যুতে কৈলাশ বিজয় বর্গীয় ফের নাড়া দিয়ে বলেন পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সামধান কেন্দ্রের হাতেই আছে। কেন্দ্রেই দেবে বলে ফের মিথ্যে প্রচারে নামলেন বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বরা। লোকসভা ভোটের আগেও পাহাড়ের স্থায়ী সমাধান নিয়ে পাহাড়বাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে ভোট লুঠ চালায় বিজেপি। প্রতি নির্বাচনে পাহাড়বাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই নিজেদের স্বার্থসিদ্ধি করে গেরুয়া শিবির। এবারেই সেই চিরাচরিত রীতি ধরেই প্রচারে নামছেন তারা। তবে এবার পাহাড় বাসী তাদের মিথ্যে প্রতিশ্রুতিতে নয় রাজ্যের তৃনমূল সরকারের উন্নতির সঙ্গেই রয়েছেন। পাহাড়ের বিষয়ে এদিন প্রার্থী থেকে রাজনৈতিক অবস্থান কোনোটিরই জবাব দিতে পারেননি দিল্লির বিজেপি নেতৃত্ব ও খোদ পাহাড়ের সাংসদ। পাহাড়ে নির্বাচনে জিএনএলএফের সঙ্গেই কি ফের জোট গড়ে লড়বে কিনা পদ্ম শিবির সেই রাজনৈতিক অবস্থানের বিষয়েও কোনো সদুত্তর ছিলোনা বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র কাছে।

Exit mobile version