উত্তরে তৃণমূলের শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় এনে সমন্বিত করার লক্ষে এগোচ্ছে আইএনটিটিইউসি। একাধিক টুকরো টুকরো গোষ্টি রাজের ওপর রাশ টানতেই উল্লেখযোগ্য উত্তর সফর তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গের সমস্ত জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে চা বলয়ে তৃনমূল গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে তিনমাসের মধ্যে পৃথক ইউনিট ভেঙে
আইএনটিটিইউসির ব্যানারে কাজে নামার নির্দেশ দিলেন রাজ্য সভাপতি।

বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে উত্তরবঙ্গের ৩০টি শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি উত্তরবঙ্গের কো অর্ডিনেটের অলক চক্রবর্তী ও উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।
বিজেপির বিরুদ্ধে উত্তরের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করতে এক ছাতার তলায় এনে আন্দোলনের রূপরেখা এদিনের বৈঠক থেকেই আঁকে শাসক শিবির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিপুল জয় হাসিল হলেও উত্তরে পদ্মের ফলনকে সমূল নিপাত করতে চাইছে তৃনমূল। একইসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের একাধিক গোষ্ঠীর বিরূদ্ধে

নানা সময়ে সিন্ডিকেট তোলাবাজির মতো গুুচ্চ্ছের অভিযোগ থাকায় দায়িত্ব পেয়েই সম্পূর্ণ নতুনভাবে সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এদিন কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতিকে তীব্র সমালোচনার তীরে বিঁধে ড্রাকুনিয়ান আইন বলে মন্তব্য করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি। তাঁর দাবি
কেন্দ্রের শ্রমিক কোট তৈরি করে ২৪টি কোটকে ৪টি কোটে আনা হয়েছে তা সরাসরি চা শ্রমিক স্বার্থের বিরোধী। আর একে ইস্যু করেই চা বাগান এলাকায় বাগান ভিত্তিক ইউনিট গড়ে আন্দোলনের রূপরেখাকে সামনে রেখে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনকে শক্তিশালি করতে চাইছে তৃনমূল। এক্ষেত্রে বন্ধ চা বাগান খুলতে রাজ্যের উদ্যোগকে হাতিয়ার করছে শাসক দল।

 

ইতিমধ্যেই চা বলয় ঘেরা উত্তরের সমতল ও দার্জিলিং পার্বত্য ভূমিতে বন্ধ প্রচুর চা বাগান খুলেছে। বৃহস্পতিবার রাজ্যের হস্তক্ষেপেই খুলতে চলেছে মালবাজার ব্লকের ২০১৫সাল থেকে বন্ধ বাগড়াকোট চা বাগান। তিনি বলেন “বিগত বছরের লকডাউনের সময়তে উত্তরের রেকর্ড সংখ্যক বন্ধ বাগান খুলেছে রাজ্য সরকার। বর্তমানে ১২টি বাগান বন্ধ রয়েছে সেগুলিও দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। যদিও বেশকিছু বাগানে চরম আইনি জটিলতা রয়েছে সেক্ষেত্রে সমস্যা থাকছে।”
এককথায় উত্তরের মাটিতে ব্যতিক্রমী পদ্মের চাষ একাধিক ইস্যুতে তৃনমূলকে বিপাকে ফেলতে পারে তার আচঁ বুুুঝেই বিধানসভা নির্বাচনী ফলাফলের পর থেকে উত্তরের রাজনৈতিক মাটি আঁকড়ে ময়দানে রয়েছে ঘাসফুল শিবির।

 

Content Protection by DMCA.com

22 thoughts on “উত্তরবঙ্গের গোষ্টিরাজনীতি ভেঙে তৃনমূল শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনতে উত্তর সফর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

  1. You said it nicely.!
    [url=https://researchproposalforphd.com/]research paper helper[/url] research proposal cover page [url=https://writingresearchtermpaperservice.com/]write my research paper for me[/url] research paper writers

  2. Info certainly taken!.
    [url=https://homeworkcourseworkhelps.com/]coursework[/url] online coursework [url=https://helpmedomyxyzhomework.com/]homework[/url] do my chemistry homework

  3. Kudos, Numerous information.
    [url=https://dissertationwritingtops.com/]buy dissertations[/url] dissertation writing services reviews [url=https://helpwritingdissertation.com/]dissertation data analysis help[/url] phd dissertation

  4. Wonderful content. Many thanks.
    [url=https://theessayswriters.com/]best essay writers[/url] essay write [url=https://bestcheapessaywriters.com/]write me an essay[/url] write paper for me

  5. Wow loads of wonderful tips.
    [url=https://essaywritingservicehelp.com/]best rated essay writing service[/url] best research paper writing service [url=https://essaywritingservicebbc.com/]writing essays service[/url] reliable essay writing service

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *