Site icon উত্তরবঙ্গ Journal

শিলিগুড়িতে সেগুন কাঠ পাচারকরি চার জনকে গ্রেপ্তার করলো বনদপ্তর

চোরাই লড়ি ভর্তি সেগুন কাঠ সহ চার জন কাঠ পাচারকারীকে গ্রেপ্তার করলো বোন দপ্তর। শনিবার শিলিগুড়ি সংলগ্ন শালুগড়া রেঞ্জের রেং অফিসার সঞ্জয় দত্তর নেতৃত্বে ঘোষপুকুর এলাকায় লড়ি ভর্তি সেগুন কাঠ উদ্ধার করে। বন দপ্তর সূত্রে জানাগেছে, গয়েরকাটা থেকে বিহারের উদ্দেশ্যে এই কাঠ পাচার করা হচ্ছিল। কাঠ গুলি একটি লড়িতে তুষের বস্তার ভেতরে ছিল। কিন্তু গোপন সূত্রে আগে থেকেই বন দপ্তরের কাছে চোরাই কাঠ পাচারের খবর ছিল। চোরাই কাঠ সহ চারজন কাঠ পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। পাচার হওয়া সেগুন কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

Exit mobile version