মেয়রের শপথ নিয়েই তিলে তিলে তিলে তিলোত্তমা গড়ার অঙ্গীকার শিলিগুড়র নব মেয়র গৌতম দেবের। বিরোধীদের সঙ্গে নিয়েই কাজের বার্তা মেয়রের কন্ঠে। মঙ্গলবার শিলিগুড়ি পুরো নিগমের মেয়র হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই গৌতম দেবের লক্ষ্যে একদিকে যেমন ছিল শহরের যানজট সমস্যার সমাধান।
মেয়রের শপথ নিয়েই তিলে তিলে তিলে তিলোত্তমা গড়ার অঙ্গীকার গৌতম দেবের
