শিলিগুড়ি। শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ড সহ মহকুমার একটা অংশ জলাপাইগুড়ি জেলার অন্তর্গত। শুক্রবার জলাপাইগুড়ি জেলা অধ্যুষিত সেই সমস্ত বুথ গুলিতে বিশেষ পর্যবেক্ষণ চালান জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক। শিলিগুড়ি পুলিশ কমিশনারকে নিয়ে এলাকার বুথে বুথে পরিকাঠামো ও অবস্থার তদারকি করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। তিনি জানান যে সমস্ত বুথগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে সেসমস্ত স্কুল গুলি বহুদিন বন্ধ থাকায় তার পরিকাঠামো কতটা উপযোগী রয়েছে তা দেখা হচ্ছে। ১০৫০এর অধিক ভোটার রয়েছে সেসমস্ত বুথ গুলিতে বিভক্ত করে পৃথক বিকল্প ভোটগ্রহণ কেন্দ্র তৈরি হচ্ছে। পাশাপাশি তালিকা ধরে প্রশাসন বয়স্ক ভোটারদের খোঁজ নেওয়ার কাজে নেমেছে। তাদের অনুমতিতে ব্যালট ভোটদানের ব্যবস্তা করার কাজ চলছে।
শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ড সহ মহকুমার একটা অংশ জলাপাইগুড়ি জেলার অন্তর্গত।
