শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের হয়ে প্রচার করলেন ভোজপুরী সিনেমার অভিনেতা মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরকর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অগ্রসেন ভবনে ভাজপার সামাজিক সম্মেলনে যোগদেন। সেখানে বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগারবাল ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়াও সেবক রোডের দোমাইলে রামচন্দ্রপল্লী এলাকাতে রোড শো করেন।
শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের প্রচারে ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারি
