বিজেপিতে যোগ শিলিগুড়ি বিধানসভার নির্দল প্রার্থী নান্টু পালের। কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয় বর্গীয় হাত থেকে বুধবার ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেন। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার আগেই তার কন্যার বিবাহের অনুষ্ঠান উপলক্ষে শিলিগুড়িতে নান্টুর বাসভবনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সভা করে সোজা নান্টুর বাড়িতে গিয়ে সোনার কানের ঝুমকো তার কন্যাকে উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তৃনমূল নির্বাচনী প্রার্থী হিসেবে বহিরাগত ওম প্রকাশ মিশ্রের নাম প্রকাশের পরই তৃনমূল থেকে প্রার্থী পদ না পাওয়ায় দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল থেকে ইস্তফা দিয়ে শিলিগুড়ি বিধানসভার কেন্দ্রে নির্দলে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন নান্টু বাবু। তিনি শিলিগুড়ি পুরমিগমের ১১নাম্বার ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর ছিলেন। তার স্ত্রীও ১২নাম্বার ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। তার বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৃনমূল নেতৃত্বরা বলছে প্রার্থী নিয়ে তার সমস্ত অভিযোগই ছিল শুধুমাত্র আইওয়াশ।