Site icon উত্তরবঙ্গ Journal

শিলিগুড়িতে স্প্যায়ের আড়ালে দেহব্যবসার অভিযোগ হানা পুলিশের

শিলিগুড়িতে মলে চলা একাধিক স্পাতে হানা পুলিশের।বুধবার সন্ধ্যা নাগাদ সেবক রোডের সিটি মলের একাধিক স্পাতে পুলিশি হানা পড়ে। জানা গিয়েছে ওই মলে ইউনিসেক্স স্পা অর্থ্যাৎ পুরুষ মহিলা একত্রিত স্প্যায়ের পরিষেবা প্রদানের আড়ালে চলে দেহব্যবসা এমনটাই অভিযোগ রয়েছে পানিটাঙ্কি পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে।

স্পায়ের আড়ালে অবৈধ দেহ ব্যবসার অভিযোগের ভিত্তিতে এদিনআচমকা অভিযানে নামে পুলিশ। শিলিগুড়ি একটি মলের থাকা একাধিক স্পাতে পুলিশি অভিযান চলে। তবে সেসময় হাতেনাতে কিছু না মেলায় একাধিক স্পায়ের মালিক পক্ষকে স্পা চালানোর লাইসেন্স সহ যাবতীয়় জরুরী প্রামাণ্য নথি সহ পানিটাঙ্কি ফাঁড়ির পুুলিশের সঙ্গে সত্তর যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version