শিলিগুড়ি। শিলিগুড়ির হেভি ওয়েট নেতাদের জমা পড়লো মনোনয়ন। শিলিগুড়ি বিধানসভা সহ মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়া বিধানসভার তিন কেন্দ্রের হেভিওয়েট নেতাদের মনোনয়ন জমা পড়ে শুক্রবার দিনভর। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য্য, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, তৃনমূল প্রাথী ওম প্রকাশ মিশ্র। মাটিগাড়া নকশালবাড়ির তথা প্রাক্তন বিধায়ক সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। মনোনয়ন পেশ করেন মাতিগাড়ার নকশালবাড়ি কেন্দ্রের বিজেপির প্রার্থী আনন্দময় বর্মন।তবে এদিন তৃণমূলের সদ্য বিজেপি ছেড়ে শাসক দলের ছত্রছায়ায় এসে প্রার্থী পদ মেলা মাটিগাড়ার নলিনী রঞ্জন রায়ের মনোনয়ন দাখিল করতে না আসাকে কেন্দ্র করে জলঘোলা হতে শুরু করেছে। যদিও দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান তিনি দলীয় কাজে কলকাতা গিয়েছেন। অন্যদিকে ফাঁসীদেওয়ার তৃনমূল প্রার্থী ছোটন কিসকু, সংযুক্ত মোর্চার প্রার্থী সুনীল তির্কি, বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু মনোনয়ন পেশ করেন।যদিও বিজেপির প্রার্থী দুর্গা মুর্মুর বিরুদ্ধে তার গ্রহনযোগ্যতা ও দলের সিদ্ধান্ত নিয়ে একাধিক অভিযোগ তুলে আদি বিজেপির তরফে ভারতীয় জনতা সঙ্ঘের ব্যানারে পদ্ম শিবিরকে পাল্টা চাপে রেখে ডিলা সিব্বাকে প্রার্থীপদে দাঁড় করিয়ে মনোনয়ন দাখিল করা হয়। নির্দল ও সিপিএম লিভারেশন সহ মোট তিন কেন্দ্র মিলে ১৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।