উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের হানা। মেডিকেল ইএনটি বিভাগে ভর্তি মহিলা। শুক্রবার রাতে প্রধান নগরের এক মহিলা (৫০) উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হন। চিকিৎসকেরা জানাচ্ছেন তার চোখ ও মুখ মিউকর মাইক্রোসিসের জেরে ফুলে গিয়েছে। বেশকিছুদিন আগে তিনি কোভিড থেকে সেরে উঠেছেন। এরপরই পোস্ট কোভিড পর্যায়েই মূলত এই ধরনের উপসর্গ দেখা দিয়েছে মহিলার। চোখে ফুলে অসহ্য ব্যাথা থাকার কারনে চোখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মুখ-চোখ থেকে ছত্রাক সংক্রমন মস্তিকের কাছাকাছি অংশে বিস্তার করছে। অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস রয়েছে।তবে বিভাগীয় চিকিৎসকেরা জানাচ্ছেন ভর্তির পর ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন, মাইক্রো বায়োলজি,নিউরোসার্জেন বিভাগের চিকিৎসকদের যৌথ একটি টিম গঠন করে মেডিকেলে চিকিৎসা চলছে মহিলার।শনিবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট মেলার পরই বিষয়টি পরিষ্কার হবে। যেহেতু মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে রোগ ও তার উপসর্গ পুরোনো তাই চিকিৎসকেরা সে অনুযায়ী চিকিৎসা শুরু করেছেন। চিকিৎসকরা জানাচ্ছেন এই সব ক্ষেত্রে শরীরের যে জায়গাগুলো ছত্রাক সংক্রমনের কবলে এসেছে সেসব স্থানে অপারেশনের মাধ্যমে কেটে বাদ দেওয়া হয়। রুগীকে কোভিড চিকিৎসার সময় কি পরিমান স্টেরয়েড প্রয়োগ করা হয়েছিল সে সমস্ত বিষয়গুলি দেখা হচ্ছে।
মাত্রাতিরিক্ত স্টেরয়েড প্রয়োগ ও অতিরিক্ত ডায়াবেটিস, ইমিউনিটি কম থাকা রুগীদের শরীরে বাসা বাঁধে এই ফাঙ্গাস বলেই জানাচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ ডাক্তারি পরিভাষায় মিউকর মাইক্রোসিসে আক্রান্ত দুই রুগীর মৃত্যু হয়েছে রাজ্যে। আইসিএমআর এর তরফে নোটিফায়াবেল ডিজিস হিসেবে ঘোষণা করা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসকে।