Site icon উত্তরবঙ্গ Journal

করোনার দ্বিতীয় স্ট্রেনের অশনিসংকেত উত্তরে,দ্বিতীয় স্ট্রেনের সন্ধানে নমুনা গেলো কল্যানিতে

শিলিগুড়ি। উত্তরবঙ্গে করোনার দ্বিতীয় স্ট্রেনের খোঁজ শুরু। স্বাস্থ্য ভবনের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা আক্রান্তের লালারসের ২০টি নমুনা পাঠানো হলো করোনার স্ট্রেন পরীক্ষায়। এই ২০টি লালারসের নমুনা রাজ্যের একমাত্র স্ট্রেন পরীক্ষাগার ক্যালনী বায়োটেকনোলজিতে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডি ল্যাবের চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে করোনার দ্বিতীয় স্ট্রেনের সংক্রমন গতি পূর্বের তুলনায় বেশি। সেক্ষেত্রে আইসি এম আরের গাইডলাইনে করোনা আক্রান্তের সংক্রমনের মাত্রা বা সিটি ভ্যালু ৩০বা তার নিচে থেকে থাকলে তাদের জিনগত নিরীক্ষণ অথাৎ স্ট্রেন পরিক্ষা করার কথা বলা রয়েছে। সেই অনুযায়ী স্বাস্থ্যভবনের তরফে ২০টি পজিটিভ লালারসের নমুনা স্ট্রেন পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ আসে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই নতুন স্ট্রেন ঢুকে পড়েছে কিনা তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। শুক্রবার প্রথম দফায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে করোনা স্ট্রেন পরীক্ষার জন্য চলতি মাসে সম্প্রতি পজিটিভ রুগীর ২০টি নমুনা পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার জানান বৃহস্পতিবার নাগাদ আমাদের কাছে মেইল মারফৎ স্বাস্থ্যভবন থেকে নির্দেশ আসে। সম্প্রতি পজিটিভ রুগীর ২০টি নমুনা কল্যাণী স্ট্রেন পরীক্ষার ল্যাবে পাঠাতে হবে। সেমতোই ড্রাই আইসের মাধ্যমে বিশেষ মেডিকেল ভ্যানে ২০টি লালরসের নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে। এই রুগীদের মধ্যে অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন সেক্ষেত্রে তাদের থেকে নতুন করে সংক্রমন ছড়িয়ে পড়ার ভয় নেই।এটা স্বস্তির বিষয়। তবে মহারাষ্ট্র এর অবস্থা থেকে আমাদের এক্ষুনি শিক্ষা নিয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন বলে জানান তিনি।

Exit mobile version