শিলিগুড়ি। ফের রাতের শহরে আগ্নেয়াঅস্ত্র সহ গ্রেপ্তার যুবক। শিলিগুড়িতে এক যুবকের হেফাজত থেকে উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড স্বয়ংক্রিয় গুলি।
সোমবার রাতের গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায়। ওতপ্রোতভাবে সন্দেহজনক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। ধৃতের নাম রেহান আলম। ধৃত গুঞ্জরিয়া বাজার ইসলামপুরের বাসিন্দা।
ইসলামপুর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে হাত বদলের উদ্দেশ্যেই শিলিগুড়িতে এসেছিল ওই যুবক বলে মনে করা হচ্ছে।