কোভিডের পর ফের মাথাচাড়া দিচ্ছে নয়া উপসর্গ!
কোভিডের পর ফের মাথাচাড়া দিচ্ছে অন্য উপসর্গ। শনিবার স্থিতি বিশ্লেষনে জরুরী বৈঠকে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোভিডের পরবর্তীতে এবারে হেপাটইটিস বি নিয়ে চিন্তা প্রকাশ করছে স্বাস্থ্য দপ্তর। এই রোগের উপসর্গ জ্বর। চা অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে গুরুতর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকেরা। মানুষকে সচেতন হওয়ার কথা জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। হেপাটাইটিস সি এর মত এটিকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না তাও জানাচ্ছেন স্বাস্থ্য অধিকর্তারা। তাই জ্বর হলে একহারেই অবজ্ঞা নয়…