জেলা ইন্টার স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে সেরা শিলিগুড়ি শহরের খুদেরা
শিলিগুড়ি।জেলা ইন্টার স্কুল ও কলেজ দাবা চ্যাম্পিয়নশিপে সেরা শিলিগুড়ি শহরের খুদেরা। দার্জিলিং জেলা জুড়ে সমস্ত স্কুল এবং কলেজগুলিকে নিয়ে ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিন ব্যাপী এই দাবা প্রতিযোগিতা চলে। গত ২৭শে আগস্ট এই দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জেলার বিভিন্ন স্কুল থেকে ১৫০র বেশি পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের মধ্যে তিনটি বিভাগে এই দাবার বোর্ডে বুদ্ধির দৌড় চলে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এ বিভাগ। এই গ্রূপে চ্যাম্পিয়ন অখিল্যায়ন বৈশ্য, প্রথম রানার আপ নাইয়িকা বিশ্বাস এবং দ্বিতীয় রানার আপ অদ্রিত দাস। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।গ্রূপ বি ও সি তেও একই ভাবে ছয় জন পড়ুয়া পুরষ্কৃত হয়েছে।