তৃনমূল প্রার্থী গোপাল লামার জমজমাট প্রচার। পাহাড়ে প্রচারে পা রাখতে আশঙ্কা সাংসদ প্রার্থী বিস্তের। পাহাড় প্রচারে বিমল গুরুংয়ের ভরসাতেই নির্বাচনী বৈতরণী পারাপারে মরিয়া চেষ্টা সাংসদ প্রার্থী বিস্টের
শিলিগুড়ি।তৃনমূল প্রার্থী গোপাল লামার জমজমাট প্রচার। পাহাড়ে প্রচারে পা রাখতে আশঙ্কা সাংসদ প্রার্থী বিস্তের। পাহাড় প্রচারে বিমল গুরুংয়ের ভরসাতেই নির্বাচনী বৈতরণী পারাপারে সাংসদ বিস্ত। গোর্খাদের সঙ্গে লাগাতার মিথ্যাচার ও দ্বিচারিতার কারনে সাংসদ প্রার্থীকে প্রতারক হিসেবে দেগে দিয়েছে পাহাড়। জন সমর্থন শূন্য ভাজপা সাংসদ পাহাড়ে নিজ পায়ের তলার জমিন খুঁইয়ে ফেলেছে। যার জেরে বিমলের ঘাড়েই ভরসা ভাজপা প্রার্থী রাজুর। এদিকে বুধবার থেকে পাহাড়ে দিনভর প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী বিজিপিএম সমর্থিত গোপাল লামা। এদিন কালিম্পঙ-এর রিম্বিক, অলগড়া সহ দূর দূরান্তে এদিন প্রচারে পৌঁছে যান গোপাল লামা। প্রচারে রাজ্য সরকারের উন্নয়নকেই হাতিয়ার করেন। দরজায় দরজায় পাহাড় বাসীর কাছে যেতেই ভূমিপুত্র কে ঘিরে উচ্ছ্বাস নজরে আসে। তাকে স্বাগত জানাচ্ছি পাহাড়ি রাস্তার উপর ঢল নামে মানুষের। হুড খোলা জিপে কিছুটা বিভিন্ন এলাকায় পৌছেই গাড়ি থেকে সমর্থক পাহাড়বাসী আম সাধারণ মানুষের মাঝে নেমে পড়েন তিনি। বিগত এক দশকে রাজ্য সরকারের উদ্যোগে পাহাড়ের যে উন্নয়ন কাজের সূচনা হয়েছে তাই সকলের সামনে তুলে ধরেন। তিনি পাহাড়বাসিকে জানান হিল ইউনিভার্সিটি থেকে রাজ্য সরকার এই অল্প সময়ের মধ্যে পাহাড়ে প্রচুর রাস্তাঘাট নির্মাণ কাজ করেছে। পাহাড়ি দুর্গম এলাকায় পানীয় জল পৌঁছে যেতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য। দার্জিলিং কার্শিয়াং হাসপাতাল কে উন্নতএ করে তোলা হয়েছে। পাহাড়ে ১০০ শয্যার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়েছে। এছাড়া এই মুহূর্তে পাহাড়কে শুধুমাত্র উন্নয়নের নজর আরোপ করা প্রয়োজন। আবেগের উসকানিতে নিজেদের ভবিষ্যতকে আগুনের মুখে ফেলে দেওয়া সঠিক নয়। পাহাড়কে উন্নয়নে বলিয়ান হয়েই অন্য বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে। তিনি পাহাড় বাসীর উদ্দেশ্যে জানান এই সময় পাহাড়ে আরো প্রচুর রাস্তাঘাট নির্মাণ এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে স্কুলের প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্য সরকারের হাত শক্ত করে গোর্খাদের সর্বাঙ্গিক উন্নয়নে কাজ করতে হবে।বন্ধ সিঙ্কোনা বাগান থেকে চা বলয়ের শ্রমিকদের নূন্যতম বেতন নিয়ে সওয়াল তুলতে দিল্লিতে পৌঁছে দিতে হবে আওয়াজ তোলেন তৃনমূল প্রার্থী। জানা গিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত তিন দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের পাহাড়ি ক্ষেত্রে প্রচার চালাবেন তৃণমূল প্রার্থী।অন্যদিকে বুধবার তৃণমূল প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া মিলতেই বিমলের কাঁধে ভর করে থাকা ভাজপা প্রার্থী রাজুরও শীত ঘুম ভেঙেছে। তাই তড়িঘড়ি পাহাড়ে সাংসদের সেফ জোনে সভার রয়েছে রাজুর।