পরিচিত হাসি মুখেই সুপারস্টার থেকে জন নেতার ভূমিকায় অবতীর্ণ দেব।
অভিনেতা তৃনমূল সাংসদ দেবকে ঘিরে বাঁধ ভাঙলো জনতার উচ্ছ্বাস।প্রচারে শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র বর্মনের সমর্থনে প্রচারে এসেছে সুপারস্টার সাংসদ দেব। মঙ্গলবার শিলিগুড়ি পুরো নিগমের সংযুক্ত ওয়ার্ডে প্রার্থী প্রচারে রোড শো দেবের
শিলিগুড়ি। পরিচিত হাসি মুখেই সুপারস্টার থেকে জন নেতার ভূমিকায় অবতীর্ণ দেব।
অভিনেতা তৃনমূল সাংসদ দেবকে ঘিরে বাঁধ ভাঙলো জনতার উচ্ছ্বাস। প্রচারে শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র বর্মনের সমর্থনে প্রচারে এসেছে সুপারস্টার সাংসদ দেব। শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে ভিডিওকনের পার্শ্ববর্তী ময়দানে হেলিপ্যাড গ্রাউন্ডে সোমবার বিকেল নাগাদ বিশেষ কপ্টারে দেব এসে পৌঁছতেই তাকে ঘিরে এলাকায় জনতার উপচে পড়া ভিড়ে জমে ওঠে। ফুলবাড়ি জাতীয় সড়কের ওপর কাতারে কাতারে মানুষের ভিড় জমায়েত হয়ে পড়ে। পুলিশের এসকর্টের সহায়তায় সেখান থেকে সুপারস্টার তৃণমূল সাংসদের গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও উচ্ছ্বসিত জনতার ভিড়ে আটকে পড়ে সাংসদের গাড়ি। হাসি মুখে রাস্তায় অগণিত মানুষের ভিড় ঠেলে দ্রুত পাইলটে না গিয়ে জনতার মাঝেই পায়ে হেটে রাস্তায় নেমে পড়েন। রীতিমতো উচ্ছ্বসিত জনতার ভিড়ের মাঝে চলে আসেন।পরিচিত হাসিমুখ নিয়েই তাদের উদ্দেশ্যে হাত নাড়ান। এদিন ফুলবাড়িতে নির্ধারিত কর্মসূচি না থাকলেও তাকে দেখার অপেক্ষায় জমায়েত হয়ে ওঠা আম সাধারণ মানুষকে নিরাশ করেননি তিনি। পায়ে হেঁটে জনগণের কাছাকাছি পৌঁছে যান। এরপর যাতে অপেক্ষারত প্রত্যেকের প্রত্যাশাকে পূর্ণতা দিতে গাড়িতে ছাদে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাসিমুখ নিয়ে হাত নাড়িয়ে মঙ্গলবারের কর্মসূচির উদ্দেশ্যে আহ্বান জানান। জলপাইগুড়ি র নির্বাচনী ক্ষেত্রে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র বর্মনের প্রচারেই উত্তরবঙ্গ সফরে এসেছেন অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারি। মঙ্গলবার শিলিগুড়ি নৌকা ঘাট থেকে জলপাইগুড়ি জেলার অধীনে শিলিগুড়ি পুরনিগমের ১৪টি সংযুক্ত ওয়ার্ডে প্রার্থী প্রচারে রোড শো রয়েছে দেবের। ডাবগ্রাম ফুলবাড়ী তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে দুপুর দুটো নাগাদ। নৌকা ঘাট থেকে হুডখোলা জিপে শিলিগুড়ি পুরো নিগমের সংযুক্ত ওয়ার্ড তথা ৩৩, ৩৪, ৩১সহ বিভিন্ন এলাকায় প্রার্থী প্রচারে যাবেন টলিউড সুপারস্টার। টলি সুপারস্টার দেবকে ঘিরে যেহেতু তার সমর্থক এবং আম জনতার মাঝে তুমুল উন্মাদনা রয়েছে সে কারণে পুলিশের তরফে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা মোতায়েন থাকছে। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের ট্রাফিক ডিসি বিসি ঠাকুর জানান এখনও পর্যন্ত কোনো ট্র্যাফিক নিষেধাজ্ঞা সে অর্থে জারির পরিকল্পনা হয়নি। প্রয়োজন হলে নিষেধাজ্ঞা লাগু করা হবে। উল্লেখ্য জলপাইগুড়ি নির্বাচনী ক্ষেত্র মেখলিগঞ্জ সহ একাধিক এলাকায় রোড শোয়ের মাধ্যমে প্রার্থী প্রচার সেরে এদিন ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে নামে দেব। সেখানে তাকে ঘিরে অগণিত মানুষের ভিড় উপচে পড়ে। রীতিমতো দেবের গাড়িকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে বেগ পেতে হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।