🔴রিচাকে সংবর্ধনা দিল বান্ধব সংঘ ক্লাব
শিলিগুড়ি। রিচাকে সংবর্ধনা দিল বান্ধব সংঘ। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রতিনিধি রিচা ঘোষ। কিছু দিন আগেই বিশ্ব কাপ জিতেছে এই মহিলা দল। এর পরেই WPL এও সুযোগ পেয়েছে শিলিগুড়ির মেয়ে রিচা। দীর্ঘ ছয় মাস পর বাড়ি ফিরেছে সে। তাই ঘরের মেয়েকে সংবর্ধনা দিতেই উদ্যোগী হয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন ও ক্লাব।
রবিবার শিলিগুড়ি বান্ধব সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যরা রিচার বাড়িতে গিয়ে রিচাকে সংবর্ধনা দেয়। পাড়ার মেয়ে রিচাকে কাছে পেয়ে আপ্লুত ক্লাব সদস্যরা। বান্ধব সংঘ ক্লাবের সম্পাদক চিন্ময় সাহা রিচার হাতে স্বারক ও ফুল তুলেদেন। চিন্ময়বাবু বলেন, রিচা আমাদের পাড়ার মেয়ে। ও আমাদের শিলিগুড়ি গর্ব। ও আরো ভালো খেলুক ও এগিয়ে যাক সেটাই চাই। এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি অমিতাভ সরকার, সৌমেন দে, মুন্নি পাল ও গীতশ্রী সরকার।