লোকসভার মুখে বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জির এলাকায় বড় ভাঙ্গন দলে।প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সহ বিজেপির একাধিক নেতা এবং পরিবারের তৃণমূলের যোগ।আড্ডা আসর থেকে পদযাত্রার মধ্য দিয়ে রবিবাসরীয় প্রচারে তৃণমূল।
শিলিগুড়ি। আড্ডা আসর থেকে পদযাত্রার মধ্য দিয়ে রবিবাসরীয় প্রচারে তৃণমূল। লোকসভার মুখে বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জির এলাকায় বড় ভাঙ্গন দলে। প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সহ বিজেপির একাধিক নেতা এবং পরিবারের তৃণমূলের যোগ। বিজেপি ছেড়ে ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় ৩৫টি পরিবারের তৃণমূলে যোগ দান করে। রবিবারে ছুটির দিনে সকাল থেকেই মেয়র গৌতম দেব দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রার্থী গোপাল লামাকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। শিলিগুড়ির বাঘা যতীন কলোনি মুক্ত মঞ্চ এলাকায় প্রচারে নামের মেয়র। মুখ্য রাস্তা থেকে অলিতে গলিতে প্রার্থীকে নিয়ে করজোড়ে ভোট প্রার্থনায় দেখা যায় মেয়রকে। এরপর শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি নির্বাচনে ক্ষেত্রের প্রার্থী নির্মল চন্দ্র বর্মনের হয়ে প্রচারে নামেন। সেখানেও জনগণের ব্যাপক সাড়া মেলে। এরপর বিকেলের অংশে শিলিগুড়ি পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ড থেকে পদযাত্রা চলে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে। অন্যদিকে এদিনই ডাকলাম ফুলবাড়ী বিজেপি বিধায়িকার এলাকায় বড় ভাঙন দলে। প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সুজিনাথ রায় এবং বিজেপি নেতা গুলসিং রায়ের নেতৃত্বে ৩৫ টি পরিবার ভাঁজপা ছেড়ে তৃণমূলে যোগ দেয়।শিমুলগুড়ির নির্বাচনী কার্য্যালয়ের উদ্বোধনের পরে নব সদস্যদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়।