🔺🔺শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সব থানার আইসি ওসিদের বদলির তালিকা প্রস্তুতি রাজ্য পুলিশের উপর মহলে। কোন থানায় কে তা নিয়ে উদ্বিগ্ন থানার পুলিশ কর্তারা। সেকেন্ড অফিসার থেকে ওসি পদে সরাসরি দাখিলার তোড়জোড়
শিলিগুড়ি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সব থানার আইসি ওসিদের বদলির তালিকা প্রস্তুতির কাজ শুরু রাজ্য পুলিশের উপর মহলে। কোন থানায় কে তা নিয়ে উদ্বিগ্ন থানার পুলিশ কর্তারা। একইসঙ্গে এই রদ বদলের সুযোগকে কাজে লাগিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থানার সেকেন্ড অফিসার পদ থেকে পুলিশ কর্তারা সরাসরি থানার ওসি পদের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অভ্যন্তর থেকে ভেসে আসছে সে কানাঘুষো। জানা গিয়েছে ইতিমধ্যেই সম্প্রতি আইসি ওসিদের রদবদলির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি কমিশনারেটের একাধিক থানার আইসি ওসিদের নামের সঙ্গে তাদের পছন্দের থানার নাম দিয়ে একটি খসড়া তালিকা রাজ্য পুলিশের উপর মহলে পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির একটি টিম সে তালিকা পৌঁছে দিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার আইসি ও ওসিদের বদলির কথা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সেমত নির্বাচন কমিশনের গাইডলাইন এসে পৌঁছেছে রাজ্য পুলিশের কাছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় প্রথম পর্যায়ে আইপিএস অফিসারদের রদবদলের বিজ্ঞপ্তি জারিও হয়েছে। আইসি ও ওসিদের ক্ষেত্রে গত ছয় মাস ও তার দীর্ঘ সময় ধরে দায়িত্বরত অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কমিশনারেট এলাকায় প্রায় সব থানার অফিসার দীর্ঘ সময় ধরে একই থানার দায়িত্বে রয়েছেন। ফলে কমিশনারেটের অধীনে প্রায় সমস্ত আইসি,ওসিদের রদ বদল হতে চলেছে। পুলিশ সূত্রের খবর মূলত এক প্রান্তের পুলিশ কর্তাকে একেবারে শহরের ভিন প্রান্তে থানার দায়িত্ব দেওয়া হবে। তার একটি খসড়া তালিকা কমিশনারেট থেকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশ কর্তাদের কাছে। পুলিশ সূত্রের খবর সে খসড়া তালিকা অনুযায়ি নিউ জলপাইগুড়ি থানার ওসির বদলির সম্ভবনা রয়েছে বাগডোগড়া থানায়,আর এনজেপি থানার ওসি পদের জন্য পুলিশের উপর মহলে তোড়জোড় শুরু করেছে শিলিগুড়ি থানায় এসআই সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা অমর্ত্য চক্রবর্ত্তি। এই বদলিকে কেন্দ্র করে গোপন চিরকুটে খসড়া তালিকায় নাম পছন্দের পদ থানার জন্য বিশেষ টিমের কাছে আর্জি আবদার অব্যাহত রাখছেন পুলিশ অফিসারেরা। কারন নির্বাচনের আগে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া আইসির সঞ্জয় দেউসার জায়গায় সেখানে দায়িত্ব দেওয়া হতে পারে এসআই মহেশ সিংহ-কে। কালিম্পঙ থানার আইসিকে রদবদলি করিয়ে শিলিগুড়ি থানায় আনা হতে পারে। ভক্তিনগর, প্রধান নগর থানার আইসি ওসিরাও রদবদলের তালিকায় রয়েছে। যা ঘিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ মহলের অন্দরে এখন জোর চর্চা চলছে। শাসক শিবিরও পছন্দের অফিসারদের এলাকা বুঝে থানার দায়িত্বে রাখতে চাইছে। এ বিষয়ে পূর্বেই শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার জানান নিয়ম অনুযায়ী রদবদল হবে।