গৃহমন্ত্রী শাহের স্বরাষ্ট্রমন্ত্রক
বিজেপির পার্টি অফিস হিসেবে কাজ করছে। আমার শরীরে কিছু আঘাত এলে তার সম্পূর্ণ দায় অমিত সাহা এবং দ্বিতীয়ত রাজু বিস্টের হবে জানিয়ে দার্জিলিং পুলিশ সুপারকে চিঠি। শনিবার গভীর রাত সাড়ে বারোটায় ভাজপার পাহাড়ের বিদ্রোহি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বজগইকে না জানিয়েই তার এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করলো স্বরাষ্ট্র মন্ত্রক।
শিলিগুড়ি। গৃহমন্ত্রী শাহের স্বরাষ্ট্রমন্ত্রক
বিজেপির পার্টি অফিস হিসেবে কাজ করছে। শনিবার গভীর রাত সাড়ে বারোটায় ভাজপার পাহাড়ের বিদ্রোহি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বিপি বজগইকে না জানিয়েই তার এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করলো স্বরাষ্ট্র মন্ত্রক। লাইফট্রেড থাকার কারনে ভাজপা বিধায়ককে বিধানসভা নির্বাচনের পরে এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আর সেই ভাজপা বিধায়ক বিজেপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছে। তাই প্রাক্তণ সাংসদের হুঁশিয়ারির ২৪ঘন্টার মধ্যে গোপনে রেখে কোনো রকম কিছু না জানিয়েই রাত সাড়ে বারোটা নাগাদ চুপিসারে বিজেপির স্বরাষ্ট্র মন্ত্রক বিধায়কের নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে নেয়। এরপর সংবাদ মাধ্যমের সম্মুখে কর্শিয়াঙ ভাজপা বিধায়ক স্বরাষ্ট্র মন্ত্র বিজেপির পার্টি অফিস হিসেবে কাজ করছে।এখন আমার কিছু হলে আমার শরীরে আঘাতএলে তার জন্য দায়ী হবেন অমিত শাহ এবং দ্বিতীয়ত রাজু বিস্ট বলে বিস্ফোরক অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভাজপা বিধায়ক বাজগই। তার মন্তব্য বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়তে আমার লাইফ থ্রেট রয়েছে সে বিষয়ে জানিয়েই স্বরাষ্ট্র মন্ত্র এক্স ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে। তাহলে ভোটের মুখে তো আরো বেশি প্রাণনাশের আশঙ্কা কাজ করছে। অথচ এই সময়তেই আমাকে বিন্দুমাত্র কিছু না জানিয়ে বিষয়টিকে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে রাত সাড়ে বারোটা নাগাদ আমার নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে, কর্মীদের তুলে নিয়েছে। তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেন এই নিরাপত্তা প্রদানের দায়িত্ব তো গৃহমন্ত্রকের। আমি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইতে নেমেছি তাই গৃহ মন্ত্রক এই নিরাপত্তা তুলে নিয়েছে তাহলে। তাতেই পরিষ্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি বিজেপির পার্টি অফিসের কাজ করছে। তিনি খুব উগরে দিয়ে বলেন যদি আমি নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে থাকে তাহলে বিজেপি দল তার বিরুদ্ধে পদক্ষেপে নিতে পারতো। আমাকে বহিষ্কার করতে পারে। কিন্তু সে পথে তারা হাটেনি। পাল্টা সরকারের একটা স্বরাষ্ট্র মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর পার্টির কার্যালয় হিসেবে কাজ করেছে। তিনি আরো বলেন আমি নাকি রাজ্য সরকারের সঙ্গে সংযোগে রয়েছি তাই সিদ্ধান্ত। তাহলে রাজ্য সরকারের সঙ্গে কোন ব্যক্তি যোগাযোগ করলে তার প্রাণঘাটে লাইফ ট্রেট থেকে থাকলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রক মৃত্যুর মুখে ঠেলে দেবে। এটাই একটা এত বড় সংবিধানের রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ প্রশ্ন ছুড়ে দেন তিনি। এখানেই নিজের নিরাপত্তা এবং তার সঙ্গে কোনরকম কিছু ঘটলে তার দায় সম্পূর্ণ ভাবে হবে অমিত শাহর। রাজু বিষ্টও তার জন্য দায়ি থাকবেন। বিস্তারিত ভাবে তা জানিয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপারকে একটি চিঠিও দিয়েছেন ভাজপা বিদ্রোহী বিধায়ক বজগই।