জেলা প্রশাসনের হস্তক্ষেপে পাহাড় সমতল গাড়ি চালকের বিবাদের সমাধান।জেলার পাহাড় ও সমতলের চালকদের মধ্যে সমন্বয় বজিয়ে রাখার নির্দেশ।
শিলিগুড়ি।দার্জিলিঙ জেলা প্রশাসনের হস্তক্ষেপে পাহাড় সমতল গাড়ি চালকের বিবাদের সমাধান।জেলার পাহাড় ও সমতলের চালকদের মধ্যে সমন্বয় বজিয়ে রাখার নির্দেশ। কোনো প্রকার দ্বন্দ্ব বিবাদ এই অংশের পর্যটনে প্রভাব ফেললে তা বরদাস্ত করা হবে না। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে বৃহস্পতিবার দার্জিলিং পাহাড়ের ছোট যাত্রীবাহী গাড়ির মালিক ও চালকদের সকল সংগঠনের সঙ্গে একটি জরুরী বৈঠক করা হয়।
শিলিগুড়ি থেকেও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা আলোচনায় যোগ দেন। এছাড়া জিটিএ, স্থানীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে চলে বৈঠক। স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় উঠে আসে। দ্রুত বিবাদ মিটিয়ে সমন্বয়ের মধ্য দিয়ে কাজের নির্দেশ দেওয়া হয় জেলার গাড়ী চালকদের। প্রশাসনের তরফে শিলিগুড়ি ও দার্জিলিং-এর পরিবহন অপারেটরদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। যাতে নিজেদের মধ্যে বিবাদ কোনভাবেই এই ক্ষেত্রের পর্যটনের প্রভাব ফেলতে না পারে সে নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের তরফে পরিষ্কার সতর্ক করে দেওয়া হয় যেকোনো রকমের বিবাদ পর্যটকদের মধ্যে প্রভাব ফেলে। পর্যটন মরশুমে এ ধরনের বিবাদ পর্যটনের উপর আঁচড় কাটতে যথেষ্ট।
কোনভাবেই বাংলার পাহাড়ে অংশে বিরূপ প্রভাব যাতে না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে সকলকে। পর্যটন নির্ভর পাহাড়ি ক্ষেত্রকে সতর্ক হতে হবে। পাহাড় ও সমতল মিলেমিশে কাজ করতে হবে গাড়িচালক ও মালিকদের বলে দিন পরিষ্কার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। এদিন বৈঠকের পর জেলার সমতল পাহাড়ের চালক মালিক সংগঠনগুলি জানায় তারা সম্পূর্ণভাবে সহযোগিতা বজায় রেখে প্রশাসনের নির্দেশ মত কাজ করবে।


