🔻🔻ফেস্টিভ সপ্তাহে শিলিগুড়ি শহরে পুলিশি সক্রিয়তায় আগ্নেয়াস্ত্র উদ্ধার।দর্জি স্বামীর হেফাজতে আগ্নেয়াস্ত্র! বড় অপরাধ যোগ মানতে পারছে না নববধূ। নব বধূর বিদায় অনুষ্ঠানের আগেই স্বামীর হেফাজত থেকে পুলিশের হাতে আসা পিস্তল ও অভিযুক্ত স্বামীর অপরাধ যোগে গ্রেপ্তারের ঘটনায় স্তম্ভিত মহিলা
শিলিগুড়ি।ফেস্টিভ সপ্তাহে শিলিগুড়ি শহরে পুলিশি সক্রিয়তায় আগ্নেয়াস্ত্র উদ্ধার।দর্জি স্বামী হেফাজতে আগ্নেয়াস্ত্র! বড় অপরাধ যোগ মানতে পারছে না নববধূ। নব বধূর বিদায়ের আগেই স্বামীর হেফাজত থেকে পুলিশের হাতে আসা পিস্তল ও অভিযুক্ত স্বামীর অপরাধ যোগে গ্রেপ্তারের ঘটনায় স্তম্ভিত মহিলা। আগেই ক্রিস মাস থেকে নিউ ইয়ার ইভকে কেন্দ্র করে অন্যান্য বছরের তুলনায় এবারে নিরাপত্তার ঘিরে বাড়তি সতর্কতা রয়েছে পুলিশ মহলে। সীমান্তে বিএসএফের পাশাপাশি সীমান্তবর্তি এলাকা গুলিতে বাড়তি নজরদারি পরোখ করছে পুলিশ। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের বড় অংশ রয়েছে নিউ জলপাইগুড়ি থানার অধীনে। এই থানার অধীনে একটি ধর্মিয় অনুষ্ঠান চলছিল মহম্মদ খলিল আহমেদ -তথা ফয়জল আলীর দাদার বাড়িতে। দূর সম্পর্কের আত্মীয় মহম্মদ খলিল আহমেদের বাড়িতে আসে সঙ্গী আলতব আলীকে নিয়ে বন্ধু ফয়জল রহমান। অভিযুক্ত আলতব জোড়পাকড়ির বাসিন্দা। ফয়জল রাজগঞ্জ নিবাসি। জোড় পাকড়ি এলাকা থেকে ফয়জলের দাদার বাড়িতে অনুষ্ঠানে এসেছিল আলতব। সেখান থেকে খলিলের সুফি গানের আসরে পৌঁছয়। ধর্মীয় গানের আসরেই আগ্নেয়াস্ত্র হাতবদলের উদ্দেশ্য রয়েছে গোপন সূত্রে সে খবর পৌঁছয় পুলিশের কাছে।সেমত অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফয়জল ও আলতবকে একটি দেশি পিস্তল ও তিনটি স্বয়ংক্রিয় কার্তুজ সমেত গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মিলেছে লোহার রডও।শহরে বড় কোনো ডাকাতি কিংবা অপরাধ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে দুই যুবকের আগ্নেয়াস্ত্র মজুদ করে হাত বদলের উদ্দেশ্য ছিল বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিকে শহরে সুপারি কিলার দিয়ে যুবতীকে হত্যার পর হাই প্রোফাইল টার্গেট করে সুপারি কিলারের আশঙ্কাও এড়িয়ে দিচ্ছে না পুলিশ। এদিকে সদ্য বিবাহিত ফয়জলের আগ্নেয়াস্ত্র হাতবদলথেকে অপরাধ যোগ ঘিরে হতভাগ সদ্য বিবাহিত স্ত্রী। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার সকাল হতেই সদ্য আইনি বিবাহ সম্পন্ন হবু স্বামী বড় অপরাধচক্রের দুষ্কৃতী তা বিশ্বাস করতে না পেরে নিউ জলপাইগুড়ি থানায় ছুটে আসে যুবতি। সেখানে স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় গাড়ির পেছনে ছুটতে লাগে যুবতি। স্বামীকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে থানায় লুটিয়ে পড়ে। পুলিশকর্তার পায়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরিবার দেখে শুনে যার সঙ্গে আইনি মতে বিবাহ দিয়েছে পাকাপাকিভাবে স্বামী সংসারের স্বপ্ন ভঙ্গের আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছে না যুবতী। বিদায়ের অনুষ্ঠান সেরে আসার আগেই যুবককে যে অপরাধচক্রের পান্ডা তা নিজের চোখে পুলিশ হেফাজতে দেখেও বিশ্বাস করে উঠতে পারছে না যুবতি। এদিকে অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। সীমান্তবর্তী এলাকায় এই আগ্নেয়াস্ত্র সহ যুবকের সীমান্ত লাগোয়া অপরাধচক্র সহ জঙ্গি যোগ রয়েছে কিনা সে সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ওয়েস্ট বিশ্ব চাঁদ ঠাকুর জানান- অস্ত্র আইনে মামলা দায়ের করে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।