দলের নির্দেশিকা ছাড়াই রামনবমীর মিছিলে হাঁটা তৃনমূল সভানেত্রীর।বুধবারের কার্যকলাপ ভালো চোখে দেখছে না তৃনমূলের উপর মহল।অন্দরে আলোচনা তুমুলে।

 

শিলিগুড়ি। দলের নির্দেশিকা ছাড়াই রামনবমীর মিছিলে হাঁটা তৃনমূল সভানেত্রীর।বুধবারের কার্যকলাপ ভালো চোখে দেখছে না তৃনমূলের উপর মহল।অন্দরে আলোচনা তুমুলে।রামনবমীর মিছিলে একইসঙ্গে দার্জিলিং তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও জেলা বিজেপি প্রাক্তণ সাংসদ তথা ভাজপা প্রার্থী রাজু বিস্ট। সম্পূর্ণভাবে তৃণমূলের দলীয় কোনোরকম নির্দেশিকা ছাড়াই মিছিলে অংশ নিয়েছিলেন তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বলেই জানা গিয়েছে। দলীয় সূত্রের খবর দলীয় নেতৃত্ব কেউই বিষয়টি জানতেন না। এমনকি রাম নবমীর কোনো মিছিলে সরাসরি সামিলে কথা বলা হয়নি দলের তরফে তাকে।কিন্তু এদিন আরএসএসের আয়োজনে মূল রাম মহোৎসব শোভাযাত্রায় যেখানে বিজেপি প্রার্থী ও বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেখানে ভক্তদের আমন্ত্রন রক্ষা করে শোভাযাত্রায় যোগ দেন দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও যুব সভাপতি নির্ণয় রায়। ইচ্ছা কৃত ভাবে অপ্রস্তুত বাতাবরণ তৈরি করার উস্কানি দিতে তৃণমূল নেতৃত্বদের অস্বস্তি বাড়ানোর চেষ্টা করে অপপ্রচারের চেষ্টা করেন ভাজপা প্রার্থী এবং বিজেপি ঘনিষ্ঠরা। তবে মানুষের ডাকে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়ে সেই অপ্রস্তুত পরিস্থিতিকে নিজের হাতে নেন তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। হাসিমুখে শোভা যাত্রায় কয়েক পা দার্জিলিং জেলা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ বিজেপির সাংসদ প্রার্থী রাজু বিস্ট-এর সঙ্গে। দলের কোনো রকম বিজেপি প্রার্থীর সঙ্গে ভোটের মুখে হাঁটাকে কেন্দ্র করে দলের বড় অংশের মধ্যে অসন্তোষ। এই মিছিলে হাটার বিষয়ে আগাম কিছুই দলের উপরমহলকে জানানো হয়নি। যাতে দলের উপর মহল বিষয়টিকে খুব একটা ভালো চোখে নেয়নি। ভোটের মুখে বিজেপি প্রার্থীর সঙ্গে সাম্প্রদায়িক মিছিলে হাঁটার বিষয়ে দ্বিধাবিভক্ত দলের অন্দরমহল। অন্যদিকে সেদিন দলের চেয়ারম্যান অলক চক্রবর্তী দলিয় কাজে ব্যস্ত থাকার ছবি উঠে এসেছে। প্রার্থী গোপাল লামার হয়ে নির্বাচনী প্রস্তুতিতে দেখা যায় তাকে।যদিও তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষের বক্তব্য- আমরা রামকে নিয়ে ব্যবসা রাজনীতি করি না। আমরা বিভিন্ন ক্যাম্প থেকে ভক্তদের জল বাতাস প্রদান করছি। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী রামচন্দ্রের জন্য ছুটি ঘোষণা করে যা করেছেন তা গুজরাট মনিপুর করে দেখাতে পারেনি। মাননীয়া নেত্রী এবং আমাদের সকলের প্রতিবাদ রামকে নিয়ে যারা ভোটের ব্যবসা করে তাদের বিরুদ্ধে। রাম আমাদের আরাধ্য দেবতা তাকে নিয়ে ভোটের ব্যবসা করা চলবে না।

You cannot copy content of this page