ফের গদ্দারি বিনয় তামাংয়ের। কংগ্রেস থেকে সোজা বিজেপিকে সমর্থন।৭২ ঘণ্টা আগে কংগ্রেস থেকে ভাজপা প্রার্থী রাজুকে সমর্থন। মঙ্গলবার যখন রাজনৈতিক পারদ চলছে তখন পাহাড়ে ফের ছোড়ার বার বিনয়ের। বড় আর্থিক লেনদেনের অংক রয়েছে দাবি বিজেপিএমের
শিলিগুড়ি। ফের গদ্দারি বিনয় তামাংয়ের। কংগ্রেস থেকে সোজা বিজেপিকে সমর্থন। টাকার অংকের বিনয় লোকসভা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে কংগ্রেস থেকে ভাজপা প্রার্থী রাজুকে সমর্থন। মঙ্গলবার যখন রাজনৈতিক পারদ চলছে তখন পাহাড়ে ফের ছোড়া ভুকলো বিনয় তামাং। বিমল গুরুঙ এর রাস্তাতেই দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্য বিস্তাকে সমর্থন বিনয় তামাংয়ের। শেষ মুহূর্তে বড় আর্থিক দরে বিনয়ের এই সিদ্ধান্ত বলে পাহাড়ের রাজনৈতিক মহল জুড়ে গুঞ্জন। মূলত তৃণমূল থেকে বিতাড়িত হয়েই নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসের হাত ধরে বিনয় তামাং। পরবর্তীতে কংগ্রেস দিল্লি থেকে তাদের প্রার্থী হিসেবে মুনিষ তামাংকে ঘোষণার পর থেকেই বিক্ষুব্ধ ভূমিকায় সরাসরি কংগ্রেসের বিরোধিতায় সরব হয়ে উঠেছিলেন বিনয় তামাঙ। একাধিকবার শিলিগুড়ি কংগ্রেস নেতৃত্ব শঙ্কর মালাকার এবং সুজয় ঘটক ক্ষোভ বিক্ষোভ জল ঢালার চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হলো না। মঙ্গলবার নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বিনয় তামা বিবৃতি দিয়ে জানিয়ে দেন তিনি রাজু বিস্তাকে সমর্থন করছেন। বড় আর্থিক লেনদেনের অংক পরিস্কার বলে দাবি করছে বিজেপিএম। তাদের দাবি পাহাড় কে ধ্বংসের মুখে ফেলে দেওয়া বিমল বিনয় গোষ্ঠী শুধুমাত্র নিজেদের আর্থিক স্বার্থসিদ্ধি বোঝেন। পাহাড়বাসী জনতা এবং পাহাড়ের উন্নয়নে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাদের। ভিডিও বার্তার মধ্য দিয়ে রাজু বিস্তাকে সমর্থন করে বিনয় তামাঙ জানিয়েছে-২৭ শে ডিসেম্বর ২০২২ তারিখে আমি দার্জিলিং পাহাড়, শিলিগুড়ি তরাই, ডুয়ার্স এবং গোর্খা সম্প্রদায়ের মানুষের জন্য আমার সমগ্র জীবন উৎসর্গ করেছি এবং যেহেতু আমি আমার প্রতিশ্রুতিতে অটল আছি, তাই আমি আমার দার্জিলিং পাহাড়ের জনগণকে নেতৃত্ব দিতে পারি না। এবং শিলিগুড়ি তরাই ভুল পথে এবং কেউ যদি তাদের ভুল পথে আনার চেষ্টা করে, তাদের নিরাপদ করা আমার নৈতিক দায়িত্ব।এই সিদ্ধান্ত এর ক্ষেত্রে কারো সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানিয়েছেন তিনি।