ফের পাথর হামলার মুখে বন্দে ভারতে। বন্দে ভারতের সি আট নাম্বার কোচের জানালায় ফাঁটল চিহ্নিত
শিলিগুড়ি। ফের পাথর হামলার মুখে বন্দে ভারতে। বন্দে ভারতের সি আট নাম্বার কোচের জানালায় ফাঁটল চিহ্নিত। অল্পের জন্য রক্ষা ভেতরে থাকা যাত্রীদের। জানা গিয়েছে, নিউ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আসে বন্ধের ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, সকাল ১০.৫৩নাগাদ মালদার কাছে সামসি ও শ্রীপুরের মাঝামাঝি এলাকায় একটি পাথর সজোরে চলন্ত বন্দে ভারতের জানালার কাছে এসে পড়ে। সি ৮কোচের ১০,১১,১২ নম্বর সিটের জানালায় পাথর ছুটে এসে লাগে। পিক বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে। ওই আসনে এক মহিলা ও শিশু ছিলেন সেসময়। আতঙ্কিত হয়ে পড়েন তারা। যদিও যাত্রী হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরবর্তীতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটির রুটিন রক্ষণাবেক্ষণের সময়তে সি আট কোচের বাইরের জানালার অংশে ফাঁটল চিহ্নিত হয়। নিউ জলপাইগুড়ি জিআরপির তরফে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে পেশ করা হয়েছে।যদিও হাওড়া এ নিউ জলপাইগুড়ি বন্দে ভাড়া ট্রেন চলাচল শুরুর পর থেকেই পাথর হামলার ঘটনা যেন সঙ্গী হয়ে ওঠে। ভিন রাজ্য বিহারের সীমান্তবর্তী এলাকা থেকে পর পর পাথর হামলার ঘটনায় জিআরপির হাতে গ্রেফতারও হয়। এরপর থেকেই ওই ট্রেনকে কেন্দ্র করে রেল পুলিশের নিরাপত্তা এবং স্টেশনগুলিতে সিসি ক্যামেরার সংখ্যাও বাড়ানোর কথা জানানো হয় রেলের তরফে। তবে তাতে রক্ষা মেলেনি। তবে এদিনের ঘটনায় পাথর ছোড়ার বিষয়টি নজরে আসেনি কারো।