ভিন রাজ্য গোয়া থেকে লোকসভার মুখে ২১ লক্ষ টাকার বেআইনী জাল মদ বাজেয়াপ্ত শিলিগুড়িতে।
শিলিগুড়ি।ভিন রাজ্য গোয়া থেকে লোকসভার মুখে ২১ লক্ষ টাকার বেআইনী জাল মদ বাজেয়াপ্ত শিলিগুড়িতে। গোয়া থেকে এই দেশি বিদেশী জাল মদ প্রচুর পরিমাণ শিলিগুড়িতে লোকসভার মুখে ঢুকে পড়ে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়িতে আবগারি বিভাগের জলপাইগুড়ি ডিভিশন নকশালবাড়ি এক্সসাইস স্টেশনের তরফে প্রধান নগর ও শিলিগুড়ি সার্কেল অভিযান চালে খড়িবাড়ি এলাকা থেকে প্রচুর পরিমাণে জাল মদ ও পানচিং যন্ত্র, দেশি বিদেশি মদের জাল স্টিকার ও ছিপি বাজেয়াপ্ত করা হয়। আবগারি দপ্তরের তরফে জানা গিয়েছে খরিবাড়ি ঝড়ু সিংহ নামে এক ব্যাক্তির বাড়িতে গোডাউন ভাড়ায় নিয়ে জাল মদ মজুদ করা হতো। ওই গোডাউনে হানা দিয়ে আবগারি দপ্তরের হাতে এসেছে ৫০০লিটারের ওয়ান প্রুফ স্পিরিট, পানচিং যন্ত্র,৪০০০টি জাল ক্যাপ। ৫০০ জাল পাউচ যা শুধুমাত্র গোয়ার প্রচলিত। গোয়ার বিশেষ ব্র্যান্ডের ২০০০টি ফাঁকা পাউচ। ৭১০ টি দেশী বিদেশী মদের ফাঁকা বোতল,৫০টি ফাঁকা কার্টন। যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ আশি হাজার টাকা। আবগারি জলপাইগুড়ি ডিভিশনের অ্যাডিশনাল কমিশনার সুজিত দাসের নেতৃত্বে এই অভিযান চলে। লোকসভার মুখেই চাল মদ পাওয়ার সহ অন্যান্য জায়গায় ভিন্ন রাজ্য থেকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বা বাড়ির মালিকের সহায়তায় এলাকা ছেড়ে ফারার হয়ে যায় মূল অভিযুক্তরা।