মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আরোগ্য কামনার বার্তা নিয়ে ময়নাগুড়ি বার্ণিশে বিপর্যয় আহত দুই শিশু কাছে গৌতম দেব
শিলিগুড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আরোগ্য কামনার বার্তা নিয়ে ময়নাগুড়ি বার্ণিশে বিপর্যয় আহত দুই শিশু কাছে গৌতম দেব। ময়নাগুড়িতে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আহত হয় বার্নিশের বাসিন্দা শিশু পিহু রায় ও নাবালক রোহিত রায়। ঘটনার পরই প্রশাসনের তরফে দ্রুত উন্নতর চিকিৎসার জন্য শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান বর্তমানে ওই নাবালক এবং শিশু দুজনেই সুস্থ্য হয়ে উঠেছে। বুধবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে তাদের শারীরিক স্থিতির খোঁজখবর নেন। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বাচ্চা দুটোর আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। এদিন তাদের দেখে চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। বর্তমানে দুজনেই সুস্থ রয়েছে।২বছর ৮ মাস বয়সী শিশুকন্যাটি সুস্থ্য হয়ে ওঠায় আজ ছেড়ে দেওয়া হয়।