বাঁশের আড়ালে সারি সারি বেআইনি মদ! আবগারি দপ্তরের হাতে এলো ৩০লক্ষ টাকার অবৈধ মদ
শিলিগুড়ি। ভিন রাজ্য আসাম থেকে বিহারে বেআইনি মদ পাচারের ছক বাঞ্চাল করে বড় সাফল্য বাগডোগরা সার্কেল আবগারি দপ্তরের। ৩০ লক্ষ টাকার বেআইনি মদ সমেত গ্রেপ্তার তিন। ধৃতদের নাম ওমবির, মাহিলালা সিং, উমেশ সিং। ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। পাচারের কায়দায় বদল এনে বাঁশ বোঝাই কন্টেনারের আড়ালে পৃথক চেম্বারে প্রচুর পরিমান বেআইনি মদ মজুদ করে পাচারের পরিকল্পনা কষে কারবারিরা। শিলিগুড়িকে করিডর করে ভিন রাজ্য আসাম ও বিহারের মাঝে চলছে এই বেআইনি মদের…