শিলিগুড়ির পাঁচ বোরো দায়িত্বেই তৃণমূল।কি করে?

 

 

শিলিগুড়ি 1 থেকে 5 নম্বর বোরোর দায়িত্বে রয়েছে যথাক্রমে কাউন্সিলর গার্গী চ্যাটার্জী, মহাম্মদ আলম, মিলি শীল সিনহা,জয়ন্ত সাহা, প্রীতিকণা বিশ্বাস। ৪৪নাম্বার ওয়ার্ডের প্রীতিকনা বিশ্বাস ছাড়া প্রত্যেকেই নতুন মুখ বোরোর দায়িত্বভার সামলাবেন। শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ড নিয়ে পাঁচটি বোরো রয়েছে।এক নম্বর বোরোর অধীনে ১,২,৩,৪,৫,৪৫,৪৬,৪৭ এবং ৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫ নিয়ে দুই নাম্বার বোরো, তিন নাম্বার বোরো ১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪,২৮ ও চার নম্বর বোরোর অধীনে রয়েছে ২৫ থেকে ৩৫ ও পাঁচ নাম্বার বোরোর আওতায় থাকছে ৩৬-৪৪নাম্বার ওয়ার্ড।

 

শিলিগুড়ি পুরো নিগমের ঐতিহাসিক তৃণমূলের জয়ে বোরো ভিত্তিক ধস নামে পূর্বে ক্ষমতাসীন বামেদের। তৃণমূলের প্রায় সমস্ত ওয়ার্ডেই ব্যাপক জয় হওয়ায় সবকটি বোরোর দখল নিয়েছে ঘাসফুল শিবির। যার পাঁচটি বোরোতে চেয়ারম্যান পদে রয়েছেন পাঁচ তৃনমূল কাউন্সিলর। আবার পাঁচের মধ্যে তিন মহিলা বোরো চেয়ারম্যান পদে যা আগে কখনও হয়নি।

 

You cannot copy content of this page