জওয়ান পরিবারের সুবিধা অসুবিধা খোঁজ নিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রী।
শিলিগুড়ি। জওয়ান পরিবারের সুবিধা অসুবিধা খোদ নিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রী। সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শিলিগুড়ি সফরে আসেন তার স্ত্রী সোনাল শাহ। যদিও প্রকাশ্যে সীমা বলের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট হওয়া থেকে দূরত্ব বজায় রাখেন তিনি। বরং প্রিয়জনের ভূমিকায় স্বরাষ্ট্র মন্ত্রের স্ত্রী এসএসবির জওয়ান পরিবারের সঙ্গে কথা বলেন।অনুষ্ঠানের সময় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনার করেন।শিক্ষাক্ষেত্রে এসএসবি কর্মীদের সন্তানদের মধ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেন। যারা ৯০% এর বেশি নম্বর পেয়েছে সে সমস্ত এসএসবি কর্মীদের সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।সোনাল শাহ “সঞ্জীবনী” ঔষধি উদ্যানের উদ্বোধন করেন। আমলা, নিম, অর্জুন, অ্যালোভেরা, দারুচিনি ও ব্রাহ্মীর মতো ঔষধি গাছের চারা গাছ রোপণ করেন।এসএসবি ঊর্ধ্বতন আধিকারিকেরা সশস্ত্র সীমানা বল পরিবারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর উপস্থিতি অত্যন্ত গর্বের।এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে। শাহ স্ত্রীর এই খোলামেলা কর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া কর্মীদের পরিবারের সদস্যদের উজ্জীবিত করেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর খুব সফরের শামিল হয়ে এ ধরনের উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয় বলেই মত বিবেচক মহলের।