শিলিগুড়ি

এসআইআরের বিরুদ্ধে আগুন নিয়ে রাস্তায় নামারা হুঁশিয়ারি মতুয়াদের

এসআইআরের বিরুদ্ধে আগুন নিয়ে রাস্তায় নামবে মতুয়ারা- ভাজপা সরকারকে কড়া হুঁশিয়ারি উত্তরবঙ্গের মতুয়াদের। উত্তরবঙ্গে একটি মতুয়া ভোটারের নাম বাতিল হলে আগুন জ্বলে উঠবে। শিলিগুড়ি শহরের বুকে মতুয়া স্বার্থ রক্ষায় মশাল মিছিলে নামবে অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ

শিলিগুড়ি। এসআইআরের বিরুদ্ধে আগুন নিয়ে রাস্তায় নামবে মতুয়ারা- ভাজপা সরকারকে কড়া হুঁশিয়ারি উত্তরবঙ্গের মতুয়াদের। উত্তরবঙ্গে একটি মতুয়া ভোটারের নাম বাতিল হলে আগুন জ্বলে উঠবে। শিলিগুড়ি শহরের বুকে মতুয়া স্বার্থ রক্ষায় মশাল মিছিলে নামবে অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। মঙ্গলবার একদিকে ঢঙ্কা নিনাদ বাজিয়ে যখন এসআইআরের তোড়জোর, বাড়ি বাড়ি সাত পাঁচ প্রশ্নমালায় জেরবার নাগরিকেরা। অন্যদিকে দার্জিলিং জেলা অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের তরফে কেন্দ্রের নাগরিকত্ব হরনকারী এসআইআরের বিরুদ্ধে সরব হয়ে ওঠে। এদিন অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকারের উপস্থিতিতে এই কঠিন সময়তে আগামীর রন কৌশল নির্ধারনের বৈঠক চলে। জেলা সভাপতি রঞ্জিত মজুমদারের উপস্থিতি সমাগম হয়। তবে এদিন বৈঠকে মতুয়া সমাগম খানিক কম ছিল যা নিয়ে বর্তমান সভাপতির দিকেই আঙুল উঠেছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃনমূল চেয়ারম্যান সঞ্চয় টিব্রুওয়াল ও কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ। এদিন মিছিলের কর্মসূচি থাকলেও তা বাতিল হয়। সময়ের অভাবে অন্য বেশ কিছু কার্যক্রম থাকায় মতুয়াদের সভায় অনুপস্থিতির কথা জানিয়েছেন মেয়র। ধামসা মাদল নিয়ে হাজির সমর্থকেরা। জেলায় বড় মতুয়া পরিবার রয়েছে। রাজ্যে মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু শ্রেণীর সাড়ে তিন কোটি মানুষ আছে। উত্তরবঙ্গের বুকে ৬৫-৭০লক্ষ মানুষ রয়েছে। অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার বলেন-শিলিগুড়িতেও ২৮শতাংশ মানুষ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজ্য ব্যাপী এই এনআরসির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে রয়েছি। মিছিল,প্রতিবাদ কর্মসূচি হবে জেলায় জেলায়। আমরা সংগঠনের তরফে নির্বাচন কমিশন দপ্তরের সামনে প্রয়োজনে ধর্ণায় বসবো। আমরা দেখব কি হচ্ছে, একজন মতুয়া বঞ্চিত হলে কিছু হলে আমরা শিলিগুড়িতে আগুন জ্বালিয়ে মশাল মিছিলে নামবো। ভোটের মুখে এ ধরনের অশান্তি কখনই সিএএ, এনআরসি, এনপিআর ষড়যন্ত্র করে চলেছে কেন্দ্র।