এসআইআরে নিজ বিধানসভা ক্ষেত্রে বেসামাল শঙ্কর। নিজের খুঁটি রক্ষায় তৃণমূলকে অনুকরণ করে সহায়তায় বুথ ভাজপা বিধায়কের। কোনো পরিকাঠামো নেই, বৈধ ভোটারদের বাদ দিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ওরা, সিএএ ফর্মে নাম তোলার নামে জনগণের নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেয়র গৌতম দেবের।
শিলিগুড়ি। এসআইআরে নিজ বিধানসভা ক্ষেত্রে বেসামাল শঙ্কর। নিজের খুঁটি রক্ষায় তৃণমূলকে অনুকরণ করে সহায়তায় বুথ ভাজপা বিধায়কের। ওদের কোনো পরিকাঠামো নেই, বৈধ ভোটারদের বাদ দিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে ওরা, সিএএ ফর্মে নাম তোলার নামে জনগণের নাগরিকত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেয়র গৌতম দেবের। শিলিগুড়িতে এসআইআর নিয়ে ময়দান আঁকড়ে নেমে পড়েছে তৃনমূল। জনপ্রতিনিধি হিসেবে শিলিগুড়ি মহানাগরিক গৌতম দেব নিজে সচেতন করছেন নাগরিকদের। শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্র সহ মাটিগাঁড়া নকশালবাড়ি,ফাঁসীদেওয়া, খড়িবাড়ি বিধানসভায় আশঙ্কা আর প্রবল উদ্বেগ নিয়ে তৃণমূল নেতা কর্মীদের কাছে ভোটার তালিকার নাম নিয়ে ছুটছে জনগন। এই পরিস্থিতিতে নিজ ওয়ার্ডে গ্রহনযোগ্যতা হারানো ভাজপা বিধায়ক জনগণের কাছে অস্তিত্ব সঙ্কটের মুখে পড়েছেন।এসআইআর ঘিরে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রের জনগণের মধ্যে যে ক্রোধ জমেছে তা বুঝতে অসুবিধে নেই পদ্ম বিধায়কের। ফলে শাক দিয়ে মাছ ঢাকার মতোই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আই ওয়াশের কায়দায় এসআইআর হেল্প ক্যাম্প খুলে বসেছেন। যা ঘিরে রাজনৈতিক মহলে জোড় চর্চা। তাহলে কি পদ্ম বিধায়ক এসআইআর দূর্ভোগ বুঝতে পেরে সহায়তা কেন্দ্রের প্রয়জনীয়তা অনুভব করেছেন! রাজনৈতিক মহল থেকে জনতার কথায় বিধায়ক বুঝতে পেরেছেন নাগরিক হেনস্থা চলছে আর তার ফল মিলবে ভোট বাক্সে। তাই নিজ অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে কার্যত তৃনমূলকে অনুসরণ করে সহায়তা কেন্দ্র চালু করেছেন।
যদি সহজ সরকারি প্রক্রিয়া হতো তাহলে পৃথক ভাবে হেল্প ক্যাম্পের কি প্রয়োজন!পদ্ম বিধায়ক নিজেও জানান মানুষ এর জবাব দেবে। শিলিগুড়ি তৃনমূল অভিভাবক তথা মহানাগরিক গৌতম দেব কেন্দ্র সরকার ও বিধায়কের বিরুদ্ধে নাগরিকত্ব
হরণের ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। শিলিগুড়ির তৃনমূল নেতৃত্ব ও দলীয় অভিভাবক গৌতম দেব বলেন ও কি করবে?ওরাই এসআইআর করে মানুষকে সঙ্কটের মুখে ফেলেছে। মানুষের জীবন নিয়ে সংশয় করে দিয়েছে কত মানুষ আত্মহত্যা করলো। একবার নোটবন্দি করে মানুষকে লাইনে দার করালো,একশোর বেশি মানুষের মৃত্যু হলো তাতে লাভ কিছুই হলো না। কালো টাকা আসার বদলে পাল্টা ঘুরপথে কালো টাকা সাদা করে দেওয়া হলো। আবার এসআইআর করে গোটা বাংলাকে অস্তব্যস্ত করে দিয়েছে।বাংলা বিরোধী মানুষ বিরোধী কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে সমস্ত মানুষকে সোচ্চার হওয়ার বার্তা দেন তিনি। তিনি বক্তব্য সংযোজন সুর চড়িয়ে বলেন আমরা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। মানুষের যেকোনোরকম অসুবিধায় আমরা সহযোগীতা করবো। ওরা প্রথমে সিএএ ক্যাম্প করেছিল। সিএএ ক্যাম্প মানে কি মানুষের কাছ থেকে তাদের নাম নিয়ে নিজেদের স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে তারা নাগরিক না।
বিজেপির ভয়ঙ্কর ফাঁদে যেন কেই পা না দেয় আবেদন গৌতম দেবের। তার সাধারনের উদ্দেশ্যে সতর্কধ্বনি ওইসব ক্যাম্প ট্যাম্পের দিকে যাতে মানুষ পাও না মারায়। শুভেন্দু ও ওদের লিডাররা এসআইআর করেছে তারা বলছে নির্বাচন কমিশন আর ওরা একই। তারা এক হয়ে এই নির্বাচন করছে।
আমরা তার তীব্র ভাবে প্রতিরোধ করছি। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ১৫নম্বর ওয়ার্ডে উদয়ন সমিতি ও ২৯ নম্বর ওয়ার্ডে এনটিএস মোড়ে হেল্প ক্যাম্প করা হয়েছে।



