আনলাকি থার্টিন এখন শুধুই মিথ!১৩ নম্বর জার্সিতেই বাজিমাত শিলিগুড়ির মেয়ে রিচার!শহরের জেন জি ক্রিকেট প্রেমীদের মধ্যে নম্বর ১৩-র ঝড়।বিশ্বকাপ জয়ী সোনার মেয়েকে রেড কার্পেটে স্বাগত জানাবে শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার বিকেলেই নাগরিক সংবর্ধনা, বাড়ি থেকে রেড কার্পেটে নাগরিক সংবর্ধনা সভায় পৌছবে রিচা

শিলিগুড়ি। আনলাকি থার্টিন এখন শুধুই মিথ!১৩ নম্বর জার্সিতেই বাজিমাত শিলিগুড়ির মেয়ে রিচার!শহরের জেন জি ক্রিকেট প্রেমীদের মধ্যে নম্বর ১৩-র ঝড়।বিশ্বকাপ জয়ী সোনার মেয়েকে রেড কার্পেটে স্বাগত জানাবে শিলিগুড়ি পুরনিগম। দীর্ঘ লড়াই, অক্লান্ত পরিশ্রমের পর দেশবাসীর স্বপ্ন পূরণ করে নিজ শহরে ফিরছে রিচা ঘোষ। অধীর আগ্রহে অপেক্ষা করছে শিলিগুড়ির ক্রিকেট প্রেমী থেকে আমজনতা। ৭ই নভেম্বর অবশেষে ঘরের মেয়ে ফিরছে ঘরে। বৃহস্পতিবার রিচাকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি বৈঠক করেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, শহরের ক্রিকেট ও আম্পায়ারদের সংগঠন সহ সমস্ত খেল প্রেমী ও স্বেচ্ছাসেবিদের নিয়ে বৈঠক করেন মেয়র। শিলিগুড়ি মহানাগরিক গৌতম দেব বিশ্বজয়ী সোনার মেয়ের আগমনের শহর জুড়ে গ্র্যান্ড আয়োজনের কথা ঘোষণা করেন। বাগডোগড়া বিমান বন্দর থেকে সুভাষপল্লীর বাড়ি পর্যন্ত হুড খোলা গাড়িতে রিচাকে নিয়ে এগিয়ে আসে শোভাযাত্রা। বাগডোগড়া থেকে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে সোনার মেয়েকে স্বাগত জানায় শহরবাসী। মেয়র ক্রিকেট প্রেমী ও শহরবাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন বিমান বন্দরের বাইরে থেকে সোনার মেয়েকে বরণ করে সংবর্ধিত করে শোভাযাত্রায় এগিয়ে আসুক শিলিগুড়ি বাসী। আমরা সংবর্ধনা গোটা রাস্তা জুড়ে যেতে আমাদের সোনার মেয়েকে ঘরে নিয়ে যাবো। বাগডোগরা বিমানবন্দর থেকে তার সুভাষপল্লীর বাড়ি পর্যন্ত এই শোভাযাত্রা ও মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিচাকে সংবর্ধিত করা হবে। হিলকার রোড ধরে এগোবে রিচাকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলবেলা সাড়ে তিনটে নাগাদ বাঘাযতীন পার্কে হবে নাগরিক সংবর্ধনা। শিলিগুড়ির সমস্ত সংগঠন এগিয়ে এসেছে। বিকেলে বাঘাযতীন পার্কে সোনার মেয়েকে নাগরিক সংবর্ধনা প্রধান করা হবে। বিশাল আয়োজনের মধ্য দিয়ে হবে এই সংবর্ধনা। সুভাষপল্লীতে তার বাড়ি থেকে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে। রিচার বাড়ি থেকে বাঘযতিন পার্কের দূরত্ব ২০০-৩০০মিটার। এই পথে প্রতীকী সম্মান জ্ঞাপনে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে। রেড কার্পেটে পা রেখে নাগরিক সংবর্ধনায় পৌঁছবে রিচা। মেয়র বলেন সবাইকে বলবো বাঘাযতীন পার্ক যেন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। শহরবাসি সকলে আসুন। বাঘাযতিন পার্ক ভরে উঠুক। বিশ্ব জয় করে ফেরা সোনার মেয়েকে আমাদের আবেগ আমাদের ভালবাসা দিয়ে যেন বরণ করতে পারি। বাগডোগড়া এয়ারপোর্ট থেকে ২০কিমি মানুষের জনস্রোত তৈরী হয়। শিলিগুড়ির রাস্তায় থাকবে বড় বড় প্ল্যা কার্ড, হোডিং। রিচার ছবি ও শুভেচ্ছা বার্তা জানিয়ে তাকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হবে শহর। অন্যদিকে ১৩নম্বর জার্সিতেই পরপর বাজিমাত করেছে রিচা ঘোষ। আনলাকি থার্টিন প্রবাদ প্রচলিত আছে।
তবে শিলিগুড়ি বাসীর জন্য আনলাকি থার্টিন এখন শুধুই মিথ। কারন যে শহরের সোনার মেয়ে পরপর জতীয় দলে ১৩নম্বর জার্সি পরপর সফলতাকে শিখর চুড়া স্পর্শ করেছে। তাই সে শহরের বুকে এখন নম্বর ১৩ সাহস ও চূড়ান্ত সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বজয়ীর শহরে জেন জি তরুণ তুর্কিদের মধ্যে ১৩নম্বরের জার্সি কেনার ধুম।আনলাকি থার্টিন মিথ উড়িতে রিচার বাজিমাতে তা অতীত।



