রাজ্যে চালু হচ্ছে ২১০টি আইসিসিইউ সংযুক্ত লাইফ সাপোর্ট গাড়ি।রাজ্যের সব জেলায় পৌছে যাবে সংকটাপন্ন রুগী পরিসেবায় রাজ্যের আইসিসিইউ সংযুক্ত লাইফ সাপোর্ট অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা সংক্রান্ত এই গাড়ি উত্তর সফর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শিলিগুড়ি। রাজ্যে চালু হচ্ছে ২১০টি আইসিসিইউ সংযুক্ত লাইফ সাপোর্ট গাড়ি।রাজ্যের সব জেলায় পৌছে যাবে সংকটাপন্ন রুগী পরিসেবায় রাজ্যের আইসিসিইউ সংযুক্ত লাইফ সাপোর্ট অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা সংক্রান্ত এই গাড়ি উত্তর সফর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার উত্তর সফরে এসে রাজ্যের ২২জেলার সঙ্গে উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর জানান মঙ্গলবার কলকাতার ফিরে স্বাস্থ্য দপ্তরে গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি রয়েছে তার।মুখ্যমন্ত্রী জানান ২১০টি আইসিসিইউ টাইপ গাড়ি চালু করা হবে। ১১০টি গাড়ি কালকে ছাড়বো। স্বাস্থ্য ভবনে অনুষ্ঠান আছে। তার পরের পর্যায়ে আরও ১০০টি গাড়ি ছাড়াবো। মুখ্যমন্ত্রী বলেন ১০০টির বেশিও ছাড়তে পারি।যতটা লাগবে। সব জেলার জন্য।


