শিলিগুড়ি

সিকিমে তিস্তার জল আটকে অপরিকল্পিত হাইড্রো পাওয়ার ক্রিমিনাল অফেন্স কেন্দ্রের:মুখ্যমন্ত্রী

সিকিমের তিস্তার বুকে অপরিকল্পিত হাইড্রো পাওয়ার সামাজিক অপরাধ করছে কেন্দ্র। ভুটান রিভার কমিশন নয় কেন সোচ্চার মুখ্যমন্ত্রী:

সিকিমে কেন্দ্রের মদতেই তিস্তার জল আটকে একের এক অপরিকল্পিত হাইড্রো পাওয়ার গড়ে উঠেছে। যার জেরে প্রকৃতির আগ্রাসনের মুখে বিপর্যস্ত হয়েছে পড়ছে পাহাড়।
মুখ্যমন্ত্রী বলেন সিকিমে ১৪টিহাইড্রো পাওয়ার করেছে। জল ব্লক করে দিয়েছে জল হলেই সব চলে আসছে। দার্জিলিং নয়, কালিম্পং, নকশালবাড়ি, শিলিগুড়ি,মাটিগাড়া জলপাইগুড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভমেন্ট পারমিশন দিল।তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে তিস্তাটাকে তাকে বাঁচাতে হবে সেটা নিয়ে তো ভাবেনা। মুখ্যমন্ত্রী বক্তব্য সংযোজন করে বলেন আমাদের বাংলা মূলত নদী মাতৃকা জায়গা। ৪৩ শতাংশ এলাকা প্রতিবছর বন্যায় বিপর্যস্ত হয়। জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। তিস্তা তোর্সা রায়ডাক নদীগুলোকে ক্যাচমেট এলাকা মূলত প্রতিবাসী ভুটান সিকিমে সিমান্তে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন জেলায় বন্যা হয়। বনভূমি কৃষি জমি ও চা বাগানো ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। এদিন ফের একবার মুখ্যমন্ত্রী বলেন আমরা ইন্দো ভুটান রিভার কমিশনে করতে বলেছি কারণ এটা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। দক্ষিণবঙ্গ ভেসে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন ম্যান মেড ফ্ল্যাড। যেটা আমি ২০০৯ সাল থেকে বলছি কারন তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম। এটা পরিকল্পিত বন্যা।কেন ডিভিসি ড্রেজিং হবে না! তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য আটকে রেখেছ, আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দেওনা, মাইথন, ডিভিসি, পাঞ্চচেক ড্রেজিং হয়না। আর তাদের নেতারা বড় বড় কথা বলে। এটার সঙ্গে গভমেন্ট অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে জড়িত। ওদের মিরজাফররা জড়িত।