শিলিগুড়ি। থানায় রক্তদান শিবিরে সপরিবারে রক্তদান করে সমাজকে বার্তা ওসির। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রায় এক মাস ব্যাপি থানা গুলিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শনিবার শিলিগুড়ি পানিট্যাঙ্কি থানায় আয়োজন করা হয় রক্তদান শিবিরের। সেখানে স্ত্রী ও পরিবারের আরও দুই সদস্য সহ রক্তদান করেন পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি সুদীপ দত্ত।এদিন থানায় এসে রক্তদান করেন অফিসার ইনচার্জ সুদীপ বাবুর স্ত্রী শিবানী দত্ত ও তাদের দুই ভাইপো প্রবীর দত্ত ও প্রভাস দত্ত। যদিও এ বিষয়ে ওসি সুদীপ বাবু কিছুই বলতে চাননি। তবে তার স্ত্রী শিবানী দত্ত জানান রক্তদান জীবনদান।পুলিশ আইনশৃঙ্খলার রক্ষার পাশাপাশি জীবনদানের এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। শিবানী দেবী বলেন পুলিশের স্ত্রী হিসেবে গর্ববোধ করি।

 

আর রাজ্য পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে পাশে থাকতে চেয়েছি। তাই যেদিন স্বামী এসে বাড়িতে থানায় রক্তদান শিবিরের বিষয়টি জানান সেসময়তেই নিজে এই উদ্যোগে সামিল হওয়ার ইচ্ছে প্রকাশ করি। পরে পরিবারের বাকিরাও রক্তদানের আগ্রহ প্রকাশ করে এই উদ্যোগে শরিক হতে চায়। তিনি বলেন এদিন স্বামীকে জানিয়ে সকাল সকাল থানায় হাজির হয়ে যাই পরিবারের সকলে। এই সুন্দর আয়োজন বাড়িতে অনুষ্ঠিত উৎসবের মতো অনুভূতি দিয়েছে।আমার আবেদন মানুষ রাজ্য পুলিশের এই উদ্যোগে এগিয়ে আসুক।

You cannot copy content of this page