সিকিমে তিস্তার জল আটকে অপরিকল্পিত হাইড্রো পাওয়ার ক্রিমিনাল অফেন্স কেন্দ্রের:মুখ্যমন্ত্রী
সিকিমের তিস্তার বুকে অপরিকল্পিত হাইড্রো পাওয়ার সামাজিক অপরাধ করছে কেন্দ্র। ভুটান রিভার কমিশন নয় কেন সোচ্চার মুখ্যমন্ত্রী: সিকিমে কেন্দ্রের মদতেই তিস্তার জল আটকে একের এক অপরিকল্পিত হাইড্রো পাওয়ার গড়ে উঠেছে। যার জেরে প্রকৃতির আগ্রাসনের মুখে বিপর্যস্ত হয়েছে পড়ছে পাহাড়। মুখ্যমন্ত্রী বলেন সিকিমে ১৪টিহাইড্রো পাওয়ার করেছে। জল ব্লক করে দিয়েছে জল হলেই সব চলে আসছে। দার্জিলিং নয়, কালিম্পং, নকশালবাড়ি, শিলিগুড়ি,মাটিগাড়া জলপাইগুড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ…