বেআইনী ভাবে হেরিটেজ করোনেশন সেতুর ওপর শ্যুটিংয়ের নামে গাড়িতে বিষ্ফোরন! অনুমোদন ছাড়াই কালো ধোঁয়ায় দাউদাউ করে সেবকের সেতুর ওপর জ্বললো আগুন। বৃহস্পতিবার সকালে কুন্ডলি পাকিয়ে দাউ দাউ আগুন ও বিস্ফোরকের শব্দে কেঁপে উঠলো ঐতিহাসিক সেবক করোনেশন সেতু। এলাকা জুড়ে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ক্রমাগত ভাইরাল হতে থাকে সেতুর ওপর দাউ দাউ আগুন ও জোড়াল শব্দের একটি ভিডিও। আর এরপরই বিষয়টি পুলিশের নজরে আসে। ততক্ষণে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। জানা যায় কোনরকম অনুমোদন ছাড়াই পুলিশকে না জানিয়ে ঐতিহাসিক সেতুর ওপর চলছিল দুঃসাহসিক এই শুটিং। মুম্বাইয়ের একটি হিন্দি ছবির শুটিং চলছিল সেতুতে। ছবিতে সেতুর ওপর গাড়িতে বিস্ফোরণের একটি দৃশ্য। সে দৃশ্য রূপায়ণেই সেতুর ওপর একটি ভাঙ্গাচুরো গাড়িতে জোরালো শব্দের বিস্ফোরক সহ আগুন জ্বলে ওঠে