নতুন পুরোনো কাউন্সিলর মুখ নিয়ে গৌতম দেবের মেয়র পারিষদ কার কাঁধে থাকছে কি দায়িত্ব?
নতুন পুরোনো কাউন্সিলর মুখ নিয়ে গৌতম দেবের মেয়র পারিষদ কার কাঁধে থাকছে কি দায়িত্ব? বুধবার দলীয়ভাবে মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ কাউন্সিলরদের মধ্যে থেকে কাদের নিয়ে মেয়র পরিষদ গঠন করবেন তিনি তা ঘোষণা করেন। দলের বিজয়ী কাউন্সিলরদের সঙ্গে বৈঠকও করেন মেয়ের। বৈঠকের পরই গৌতম দেব বলেন আগামী ৪ তারিখ দশ জন বোর্ড সদস্য কাউন্সিলর মেয়র পারিষদ হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপরই পূর্ণাঙ্গ বোর্ডের…