🔴কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে অরিজিৎ এর ভ্যেনু ঘিরে সংশয়! জন স্বার্থে উচ্চ আদালতে উঠলো মামলা।
শিলিগুড়ি। কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে অরিজিৎ এর ভ্যেনু ঘিরে সংশয়! জন স্বার্থে উচ্চ আদালতে উঠলো মামলা। কাঠগড়ায় উদ্যোক্তাদের ভূমিকা।কোটি কোটি টাকার টিকিট বিক্রির হলেও অনিশ্চিত অনুষ্ঠান। অনুষ্ঠানের ২৪ঘন্টার আগে আদালতের রায়ের ওপর নির্ভর করছে কনসার্টের ভবিষ্যত। স্টেডিয়ামে একাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতকরনের পরও অনৈতিকভাবে অনুষ্ঠানের ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে ইতিপূর্বেই জলঘোলা হয়েছিল। তবে এবার নাগরিক নিরাপত্তা ও মানুষের জীবন হানির আশংকায় উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থে হাইকোর্টে মামলা দায়ের করলেন শিলিগুড়ি আদালতের বিশিষ্ট আইনজীবী। বৃহস্পতিবার হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়ের হলো জন স্বার্থ মামলা।
আইনজীবীর বক্তব্য স্টেডিয়াম মাঠে ৪ঠা এপ্রিল সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্ট সম্পূর্ণভাবে দুটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান শহরের অন্যত্রও হতে পারে। আইনজীবী বলেন ক্রীড়া প্রেমী হিসেবে বলছি খেলার স্টেডিয়ামে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে মাঠের ক্ষতি হবে। পাশাপাশি যখন সরকারের পূর্ত দপ্তর ইতিপূর্বেই সমীক্ষা করে স্টেডিয়াম ও গ্যালারির একাংশকে বিপদজ্জনক বলে চিহ্নিত করেছে সেসময় প্রায় ২০হাজারের কাছাকাছি দর্শকাসন নিয়ে স্টেডিয়ামে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত বিপদজনক। আইনজীবী সাফ বক্তব্য দর্শক ও শহরের নাগরিকদের নিরাপত্তা আশংকার মুখে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে তার দায়ভার কে নেবে? কারন শহরের কেন্দ্রে এই অনুষ্ঠান ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। বর্তমানে শিলিগুড়ি শহরের যানজট নিত্যদিনের সমস্যা। সেক্ষেত্রে একেবারে শহরের কেন্দ্রস্থলে স্টেডিয়াম হওয়ায় এই অনুষ্ঠান ঘিরে সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে। স্টেডিয়ামের ২০০ মিটারের মধ্যে রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল, তিন থেকে চারটি বেসরকারি হাসপাতাল, এবং ওই চত্বর জুড়েই রয়েছে বিচারপতিদের আবাসন শিলিগুড়ি আদালতের। সবমিলিয়ে এই এলাকা নিরাপত্তাজনিত ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। সেখানে এ ধরনের অনুষ্ঠান হলে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হবে হাসপাতালের রাস্তা অবরুদ্ধ হলে রোগীর প্রাণহান এর আশঙ্কা থাকছে। হাসপাতাল থেকে কয়েক হাত দূরত্বে স্টেডিয়াম গেট দিয়ে এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। যাতে এক কথায় বিপদজনক পরিস্থিতি তৈরি হয়ে অবরুদ্ধ হয়ে শহরের অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা বলয়ের ঘেরাটকে থাকা এলাকা। ইতিমধ্যেই হাইকোর্ট জনস্বার্থ মামলা ফাইল করার পর তার শুনানির তারিখ ঘোষণা করেছে। ৪ঠা এপ্রিল অরিজিৎ এর কনসার্টের ঠিক ২৪ ঘণ্টা আগে ৩রা এপ্রিল শুনানির দিন ঘোষণা করেছে উচ্চ আদালত। আদালতের নির্দেশের ওপরে নির্ভর করছে এখন অনুষ্ঠানের ভবিষ্যৎ। ইতিমধ্যেই বিগত একমাস যাবত কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে উদ্যোক্তারা। মুহূর্তে আদালতের নির্দেশের মুখে দাঁড়িয়ে রয়েছে এই অনুষ্ঠান। ২৪ ঘন্টা আগে আদালত অনুষ্ঠান বাতিল করলে কিভাবে উদ্যোগ তারাই টাকা ফেরত দেবেন সে প্রশ্নের জবাব জানতে চাইছে দর্শকেরা। এমনকি এর সঙ্গে অরিজিৎ সিং এর নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে রয়েছে।
কেন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্টেডিয়ামকে নির্বাচন করা হলো? কিভাবেই বা মিললে অনুমোদন তা নিয়ে ক্ষোভ উপড়ে দিচ্ছেন দর্শকেরা।
কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে অরিজিৎ এর ভ্যেনু ঘিরে সংশয়! জন স্বার্থে উচ্চ আদালতে উঠলো মামলা।
শিলিগুড়ি। কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে অরিজিৎ এর ভ্যেনু ঘিরে সংশয়! জন স্বার্থে উচ্চ আদালতে উঠলো মামলা। কাঠগড়ায় উদ্যোক্তাদের ভূমিকা।কোটি কোটি টাকার টিকিট বিক্রির হলেও অনিশ্চিত অনুষ্ঠান। অনুষ্ঠানের ২৪ঘন্টার আগে আদালতের রায়ের ওপর নির্ভর করছে কনসার্টের ভবিষ্যত। স্টেডিয়ামে একাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতকরনের পরও অনৈতিকভাবে অনুষ্ঠানের ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে ইতিপূর্বেই জলঘোলা হয়েছিল। তবে এবার নাগরিক নিরাপত্তা ও মানুষের জীবন হানির আশংকায় উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থে হাইকোর্টে মামলা দায়ের করলেন শিলিগুড়ি আদালতের বিশিষ্ট আইনজীবী। বৃহস্পতিবার হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়ের হলো জন স্বার্থ মামলা।
আইনজীবীর বক্তব্য স্টেডিয়াম মাঠে ৪ঠা এপ্রিল সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্ট সম্পূর্ণভাবে দুটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান শহরের অন্যত্রও হতে পারে। আইনজীবী বলেন ক্রীড়া প্রেমী হিসেবে বলছি খেলার স্টেডিয়ামে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে মাঠের ক্ষতি হবে। পাশাপাশি যখন সরকারের পূর্ত দপ্তর ইতিপূর্বেই সমীক্ষা করে স্টেডিয়াম ও গ্যালারির একাংশকে বিপদজ্জনক বলে চিহ্নিত করেছে সেসময় প্রায় ২০হাজারের কাছাকাছি দর্শকাসন নিয়ে স্টেডিয়ামে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত বিপদজনক। আইনজীবী সাফ বক্তব্য দর্শক ও শহরের নাগরিকদের নিরাপত্তা আশংকার মুখে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে তার দায়ভার কে নেবে? কারন শহরের কেন্দ্রে এই অনুষ্ঠান ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। বর্তমানে শিলিগুড়ি শহরের যানজট নিত্যদিনের সমস্যা। সেক্ষেত্রে একেবারে শহরের কেন্দ্রস্থলে স্টেডিয়াম হওয়ায় এই অনুষ্ঠান ঘিরে সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে। স্টেডিয়ামের ২০০ মিটারের মধ্যে রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল, তিন থেকে চারটি বেসরকারি হাসপাতাল, এবং ওই চত্বর জুড়েই রয়েছে বিচারপতিদের আবাসন শিলিগুড়ি আদালতের। সবমিলিয়ে এই এলাকা নিরাপত্তাজনিত ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। সেখানে এ ধরনের অনুষ্ঠান হলে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হবে হাসপাতালের রাস্তা অবরুদ্ধ হলে রোগীর প্রাণহান এর আশঙ্কা থাকছে। হাসপাতাল থেকে কয়েক হাত দূরত্বে স্টেডিয়াম গেট দিয়ে এন্ট্রি পয়েন্ট করা হয়েছে। যাতে এক কথায় বিপদজনক পরিস্থিতি তৈরি হয়ে অবরুদ্ধ হয়ে শহরের অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা বলয়ের ঘেরাটকে থাকা এলাকা। ইতিমধ্যেই হাইকোর্ট জনস্বার্থ মামলা ফাইল করার পর তার শুনানির তারিখ ঘোষণা করেছে। ৪ঠা এপ্রিল অরিজিৎ এর কনসার্টের ঠিক ২৪ ঘণ্টা আগে ৩রা এপ্রিল শুনানির দিন ঘোষণা করেছে উচ্চ আদালত। আদালতের নির্দেশের ওপরে নির্ভর করছে এখন অনুষ্ঠানের ভবিষ্যৎ। ইতিমধ্যেই বিগত একমাস যাবত কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে উদ্যোক্তারা। মুহূর্তে আদালতের নির্দেশের মুখে দাঁড়িয়ে রয়েছে এই অনুষ্ঠান। ২৪ ঘন্টা আগে আদালত অনুষ্ঠান বাতিল করলে কিভাবে উদ্যোগ তারাই টাকা ফেরত দেবেন সে প্রশ্নের জবাব জানতে চাইছে দর্শকেরা। এমনকি এর সঙ্গে অরিজিৎ সিং এর নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে রয়েছে।
কেন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্টেডিয়ামকে নির্বাচন করা হলো? কিভাবেই বা মিললে অনুমোদন তা নিয়ে ক্ষোভ উপড়ে দিচ্ছেন দর্শকেরা।