শিলিগুড়ি। বিপর্যয়ের রাতে ত্রাতার ভূমিকায় ধরা দিলো আশিগড় ফাঁড়ির পুলিশ সুদীপ দত্ত। প্রবল বৃষ্টির মাঝেকোমর জলে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করলেন থানার ওসি। প্রবীন বৃদ্ধধা কেও কোোলে তুলে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন ওসি।
সোমবার রাতে প্রবল বৃষ্টিতে জনপ্লাবিত হয়ে উঠে শিলিগুড়ি শহর। বিপর্যয়ের সে সময় আশিকর ফাঁড়ির পুলিশের কাছে ফোন আসে খুদেকে নিয়ে জলবন্দি হয়ে পড়েছে এক পরিবার। কূলকিনারা কিছুই বুঝে উঠতে পারছেন না।
এরপরই পাশের বাড়ির ওসি সুদীপ দত্তের নেতৃত্বে বেরিয়ে পরে পুলিশ টিম। দ্রুত সেখানে পৌছে দেখেন রীতিমতো কোমর জল জল। তৎক্ষণাৎ নিজের উর্দি খুলে গামছা জড়িয়ে আর্ত পরিবারটিকে রক্ষায় জলে নেমে পড়েন ওসি। জল মগ্ন পরিস্থিতিতে শিশু এবং বৃদ্ধকে আগলে কোলে তুলে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন।
বিপর্যয়ের মুহূর্তে পুলিশের এই ত্রাতার ভূমিকায় শহরবাসীর কুর্ণিশ কুঁড়িয়েছে। ওসি সুদীপ দত্তের অভাবনীয় এই মানবিক ভূমিকাকে স্যালুট করছে শিলিগুড়ি।