নিউটাউনের ধাঁচে শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি

শিলিগুড়ি। বানিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের বিপুল শিল্পের সম্ভবনা কথা! উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চ থেকে শিলিগুড়িতে রাজ্যের ১০একর জমির উপর নিউ টাউনের  ধাঁচে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর হাতে শিলিগুড়ি মাটিগাড়ায় উদ্বোধন হলো এআই ডেটা সেন্টার। ৪০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করে  ডেয়ারী প্ল্যান্টের ঘোষণা রাজ্যের। বানিজ্য সম্মেলন থেকেই উত্তরবঙ্গ আট জেলার হাজার কোটির শিল্প বিনিয়োগের প্রস্তাব। উত্তরবঙ্গে রাজ্য সরকারের হাত ধরে ফিরেছে শিল্পের পরিবেশ। সোমবার রাজ্য সরকারের ক্ষুদ্র,ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগ ও পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উত্তরবঙ্গে একাধিক বড় শিল্পমুখী প্রকল্প-এর লগ্নির প্রস্তাব রাখতে চলেছেন মুখ্যমন্ত্রীর সম্মুখে শিল্পপতিরা। জানা গিয়েছে,দেশের প্রসিদ্ধ একাধিক শিল্প গোষ্ঠী উত্তরবঙ্গের বুকে তাদের বড় প্রকল্প হাতে নিতে চলেছে। এদিন নর্থ বেঙ্গ বিজনেস মিট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ কনভেনশন সেন্টার তৈরির ঘোষণা করেন। কলকাতার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের ধাঁচে শিলিগুড়ি মাটিগাড়ায় ১০ একর জমির উপর হবে কনভেনশন সেন্টার। সেখানে উন্নত হোটেলের অনুরূপ আবাসন, খাবারের রেস্তোরাঁ  থাকবে। রাজ্যের উদ্যোগে প্রতি জেলায় একটি করে শপিং মল তৈরী করে স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রি বাজারজাত করে বিপণনের সুযোগ করে দিতে প্রতি শপিং মলের দুটি করে ফ্লোর থাকবে সেলফেল গ্রূপের।
উত্তরবঙ্গ কনভেনশন সেন্টার-
মুখ্যমন্ত্রী বলেন- শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করা উচিত। উত্তরবঙ্গ বিউটিফুল জায়গা এখানে একটা সুন্দর কনভেনশন সেন্টার হতে পারে। তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন জায়গা আমি দেখে রেখেছি। শিলিগুড়ি মেয়র গৌতম দেবের উল্লেখ করে তিনি বলেন গৌতম করে দিয়েছে।  মাটিগাড়া উত্তরায়নের বিপরীতে ১০একর দেব। সেখানে মোট ১৮ একর সরকারি জমে রয়েছে। রাজ্যের প্রশাসনিক প্রধান বক্তব্য সংযোজন করে বলেন সেখানে ১০একর দেবো।বাকি ৫ একরে আমি দেবো না সেটাতে শপিংমল করবো আমরা। সকালে বিমান ধরার জন্য অনেকেরই শিলিগুড়ি এক রাত থাকতে হয়। উত্তরায়নের পাশে জমিতে ১০০০-১৫০০ থাকার উপযোগী কনভেনশন সেন্টার হবে। এতে স্থানীয় ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। বাকি বাগডোগড়ার চার একর জমিতে হোটেল, হোমস্টেয়ের প্রকল্পের জন্য রাখার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এই বিগ প্রকল্পের জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে মাথায় রেখে সত্যম রায় চৌধুরী, সঞ্জয় টিব্রিওয়াল, হর্ষ নেওটিয়া শিল্প গোষ্ঠীর প্রতিনিধিতে নিয়ে একটি কোর কমিটি গঠনের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ সহ শিল্পপতি ও সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সঞ্জয় টিব্রিওয়াল। আটজেলার সমস্ত শিল্পপতিদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এদিন বড় সংখ্যায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বানিজ্য সম্মেলনে। সেনার সমরাস্ত্রের ড্রোন নির্মাণ সংস্থার কর্ণধার মহিলা সম্মেলনে মুখ্যমন্ত্রীর শিল্পমুখী উদ্যোগ ও উত্তরবঙ্গের শিল্প উপযোগী পরিবেশের উচ্চ প্রশংসা করেন।
এদিন বানিজ্য সম্মেলনের মঞ্চ থেকে পাঁচ কোটি টাকা ব্যয় বরাদ্দে জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের নব নির্মিত স্কাইওয়াকের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী নিজে জল্পেশ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও উত্তরের মানুষের আস্থা তুলে ধরেন। শিলিগুড়ি মাটিগাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডেটা সেন্টারের উদ্বোধন করেন। যা তথ্য প্রযুক্তির এক ধাপ এগিয়ে রাখবে রাজ্যকে। টেকনো গ্রূপের মেয়েদের জন্য শিলিগুড়ি উত্তরায়নে টেকনো ইন্ডিয়া গ্রূপ ওয়াল্ড স্কুলের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাতে। শিলিগুড়িতে ফ্যাশন ক্যাম্পাস চালুর কথা শিল্পপতিদের জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য শিলিগুড়ি, কালিম্পং দার্জিলিং উত্তরবঙ্গের ছেলেমেয়েরা খুব স্মার্ট।ফ্যাশন ইনস্টিটিউট হলে সেখান থেকে পড়ে কর্মসংস্থান হবে। একই সঙ্গে চার জেলার ৮০কোটি টাকা ব্যয় বরাদ্দে চারটি স্মল স্কেল পার্কেরও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাতে। শিলিগুড়িতে ৪০কোটি টাকা ব্যয় বরাদ্দে রাজ্য সরকারের উদ্যোগে ডেয়ারি প্ল্যান্ট তৈরি করছে। দুগ্ধজাত সামগ্রী প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত ডেয়ারি প্ল্যান্ট হবে। অন্যদিকে শিলিগুড়িতে মহানন্দা অভয়ারণ্য ইকো সেনসিটিভ জোনের গেড়োয় প্রায় ৫০০০-৬০০০টাকার বড় অংকের নির্মাণ প্রকল্পে আটকে রয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দেখার নির্দেশ দেন। কোচবিহারের ডেয়ারির এক শিল্পপতিকে প্রস্তাব পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী।অন্যদিকে চা শিল্পের প্রসারে উত্তরবঙ্গ থেকে ব্র্যান্ডিনে জোড় দেওয়ার নির্দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের ভেজাল চা দার্জিলিং চা এর নামে আন্তরাষ্ট্র মার্কেটে কালোবাজারি চলছে একাধিকবার সেই অভিযোগ উঠে এসেছে এ বিষয়ে এদিন মকইবাড়ির টি ইস্টেট কর্ণধার প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রী তুড়ন্ত পদক্ষেপ নিয়ে বিষয়টি আইনমন্ত্রী মলয় ঘটককে দেখার নির্দেশ দেন।

2 thoughts on “নিউটাউনের ধাঁচে শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

  1. Pingback: rybelsus discount
  2. Pingback: clomid how much

Comments are closed.