জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচারের কান্ডারী গৌতম দেব। নববর্ষের দিনে সকালে ফুলবাড়ি এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়।
শিলিগুড়ি। জলপাইগুড়ি লোকসভা প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচারের কান্ডারী হাতে শিলিগুড়িতে গৌতম দেব। নববর্ষের দিনে সকালে ফুলবাড়ি এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। নববর্ষের শুভেচ্ছা পাশাপাশি এলাকার স্থিতি সমস্যার খোঁজ খবর নেন তিনি। তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল জনতার মাঝে। এই কয়েকটা দিনই যেন বড় পরিচিত হয়ে উঠেছেন ডাবগ্রাম ফুলবাড়ীর মানুষের কাছে তিনি।তাই তিনি নববর্ষের শুভেচ্ছা দিতে পৌঁছতেই কেউ গল্প জুড়ে দিলেন কেউ আবার সারাদিনের খাওয়া দাওয়ার খোঁজ খবর নিয়ে নেন। এরপরই রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার অধীনে থাকা শিলিগুড়ির সংযুক্ত ওয়ার্ড ৪৪ নাম্বারে জনসংযোগে তার থেকে নিয়ে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেখানে গৌতম দেব এলাকার মানুষের খোঁজ নেন। খুদেদের কোলে তুলে নববর্ষে আদরের পরশ দেন। নববর্ষের উপহারে ছোট খুদেদের হাতে ট্রফি চকলেট তুলে দেন মেয়র। মেয়র এভাবে এলাকায় মিশে যাওয়া একটা বাড়তি মাইলেজ এনে দিয়েছে তৃণমূল লোকসভা প্রার্থীকে। প্রার্থীর হয়ে শিলিগুড়ি সংযুক্ত এলাকা এবং ডাব গ্রাম ফুলবাড়ীতে কান্ডারী ধরেছেন মেয়র গৌতম দেব। তার ব্যাপক জনপ্রিয়তার ওপর ভর করেই কার্যত জনতার মধ্যে তৃণমূলকে খেয়ে উচ্ছ্বাস আরো দ্বিগুণ হয়ে উঠেছে। বিগত বিধানসভায় ডাবগ্রাম ফুলবাড়ীতে কার্যত গৌতম দেব পর্যদস্ত হলেও এখনো এই এলাকার মানুষ তাদের সমস্যা অসুবিধেই দ্বারস্থ হন তার কাছে। গোটা শিলিগুড়ির কাছে অভিভাবক গৌতম দেব। তাই তিনি প্রার্থীর হয়ে প্রচারের কান্ডারী হাতে নেওয়ায় বাড়তি অক্সিজেন যুগিয়েছে বলেই জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। যা ভোট বার সে বড় প্রভাব ফেলবে।এদিন এই মিছিলে লক্ষী ভান্ডারী প্রতীকি সহ অনলাইনে পড়াশোনা সুযোগ সুবিধা করে দেওয়ার মতো একাধিক জনকল্যাণমুখী প্রকল্প প্রতিকী আকারে তুলে ধরেন উপভোক্তারা।