গ্রামে পানীয় জলের ব্যবস্থা করলো সরকারি কলেজের পড়ুয়ারা
শিলিগুড়ি। গ্রামে পানীয় জলের ব্যবস্থা করলো সরকারি কলেজের পড়ুয়ারা। খাতায়-কলমে লিপিবদ্ধ জ্ঞানের বাইরে রয়েছে বৃহত্তর পৃথিবী। শিক্ষার মূল উৎসই হলো বৃহত্তর পৃথিবীর বুকে পড়ুয়াদের সার্বিক বিকাশ ও সমৃদ্ধি। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই এগিয়ে এলো শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের একদল পড়ুয়া। শিলিগুড়ি ডাবগ্রামের জাভরাভিটা গ্রামকে দত্তক নিয়েছে এই একদল কলেজ পড়ুয়ারা। রবিবার ছুটির দিনে সেই গ্রামেই পরিশ্রুত পানীয় জলের জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আর্থিক সহযোগিতায় গভীর নলকূপ স্থাপন করলো পড়ুয়ারা।মহাবিদ্যালয়ের এনএসএসের শিক্ষিকা ববিতা প্রসাদ জানান লিপিবদ্ধ জ্ঞানের বাইরে সর্বদাই পড়ুয়াদের সচেতন নাগরিক গড়ে তোলা মূল লক্ষ্য। সেক্ষেত্রে এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্বদাই সামাজিক বিভিন্ন রকমের কার্যক্রম আমরা করে থাকি। পূর্বে আমাদের কলেজের একাধিক পড়ুয়ারা অঙ্গদানের অঙ্গীকারবদ্ধ হয়েছে। এদিকে জাভাড়াভিটা গ্রামটিকে দত্তক নিয়ে গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব তুলে নিয়েছে শিক্ষিকার তত্বাবধানে মত কলেজ পড়ুয়া। শিক্ষিকা বলেন দত্তক গ্রামটিতে পরিশ্রুত পানীয় জলের অভাব নজরে আসে। কলেজের এনএসএস দুই ইউনিটের তরফে পড়ুয়ারা এদিন সেখানে পানীয় জলের একটি গভীর নলকূপ স্থাপন করে। কলেজে এনএসএস ফান্ড থেকেই এই গ্রামের মানুষের বিকাশের জন্য নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়।
44 thoughts on “দত্তক গ্রামে পানীয় জলের ব্যবস্থা করলো কলেজ পড়ুয়ারা”
Comments are closed.