ফের দুমাসের মাথায় রেল দূর্ঘটনার সাক্ষি রাঙ্গাপানি। ব

শিলিগুড়ি

ফের দুমাসের মাথায় রেল দূর্ঘটনার সাক্ষি রাঙ্গাপানি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মালগাড়ির ট্যাঙ্কারে তেল বোঝাইয়ের সময়তেই লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে দুটি বগি। লুপ লাইনের ইয়ার্ডে ঘটনাটি ঘটায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি

 

শিলিগুড়ি। ফের দুমাসের মাথায় রেল দূর্ঘটনার সাক্ষি রাঙ্গাপানি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মালগাড়ির ট্যাঙ্কারে তেল বোঝাইয়ের সময়তেই লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে দুটি বগি। লুপ লাইনের ইয়ার্ডে ঘটনাটি ঘটায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১৭ই জুন রাঙ্গাপানি এলাকায় ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা রেল দূর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মাঝেই একই এলাকায় ফের দুমাসের মাথায়
পুনরায় মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সম্প্রতি অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ছয় সপ্তাহের মাথায় পুনরায় একটি মালগাড়ি ট্যাঙ্কার সহ লাইনচ্যুত হয়ে পড়ে। শুক্রবার রাতে ফের রাঙ্গাপানি ইয়ার্ডের কাছে লুপ লাইনে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির দুটি বগি। রাত ১০.১৫নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এদিন রাতে রাঙাপানি স্টেশন সংলগ্ন এলাকায় লুপ লাইনে মালগাড়ি বিটিপিএন ট্যাঙ্কারে তেল ভরার কাজ চলছিল। সেসময় লুপ লাইন থেকে বেলাইন হয়ে যায় মালগাড়িটির দুটি বগি।

ট্যাঙ্কার বগি দুটি লাইনচুত্য হয়েছে। লুপ লাইনে ঘটনাটি ঘটাই সে অর্থে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। রেল পরিসেবা স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান- লুপ লাইনে রাতে ট্যাঙ্কারে তেল বোঝাই এর সময় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আরপিএফ সহ রেলের আধিকারিকরা সেখানে রয়েছেন। ট্রেন পরিষেবা একেবারেই স্বাভাবিক রয়েছে। লোপ লাইনে ঘটনাটি ঘটায় মূল লাইনের ক্ষেত্রে কোন প্রভাব পড়েনি। পাশাপাশি বারংবার রাঙাপানি সংলগ্ন রেল লাইন ধরে এই ধরনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন আমি খোঁজখবর নিয়ে লাইনে কোথাও সমস্যা রয়েছে কিনা তা জানতে আভ্যন্তরীণ পূর্নাঙ্গ তদন্তের বিষয়টি দেখবো।