শিলিগুড়ি। বিরোধী কাউন্সিলরকে সঙ্গে নিয়েই রাস্তার কাজ পর্যবেক্ষণ মেয়র গৌতমের। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরো নিগমের সিপিএম কাউন্সিলর দীপ্ত কর্মকারের ২২নাম্বার ওয়ার্ডে একটি নির্মীয়মান রাস্তার কাজ খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব। অরবিন্দ পল্লি থেকে সুভাষপল্লী পর্যন্ত এই ম্যাস্টিক রাস্তাটির কাজ দ্রুত নববর্ষের মধ্যে সম্পন্নের কথা জানান মেয়র। একইসঙ্গে এদিন বিরোধী কাউন্সিলরের ওয়ার্ড ঘুরে কোথায় কিকি সংস্কারের প্রয়োজন রয়েছে তাও খতিয়ে দেখেন তিনি। ওই এলাকায় নদীর ওপর থাকা সেতু সংস্কারের পরিকল্পনাও জানান মেয়র। আর এতেই শহরের মহানাগরিক হিসেবে নিজ কর্তব্য এবং বিরোধীদের সমমর্যাদা দিয়ে কর্মসংস্কৃতির যে কথা তিনি বলেন তা এদিন ফের একবার উজ্জ্বল হয়ে ওঠে। এদিন সিপিএমের কাউন্সিলরের সঙ্গে পুরো এলাকা পরিভ্রমণ করেন তিনি। সম্প্রতি বাজেট বৈঠকে সিপিএম কাউন্সিলর মেয়রকে আক্রমণ করে বিরোধীদের ওয়ার্ডে সেভাবে কাজ হচ্ছে কিনা তা জানতে প্রশ্ম ছুঁড়েছিলেন। সেদিনেই ওয়ার্ড কাউন্সিলরকে থামিয়ে মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছিলেন এসব অযুক্তিক কথা বলোনা। তোমার ওয়ার্ডে রাস্তার কাজ হচ্ছে। আমি নিজে রাস্তার কাজ দেখতে যাব। কথা মতোই এদিন ম্যাস্ট্রিক রাস্তার কাজ পর্যবেক্ষণ করে তিনি বলেন রাস্তাটির কাজ শেষ হতে ১৫ দিন সময় লাগবে। এদিকে ওই এলাকার মুখ্য রাস্তার ওপর থাকা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল থাকা একটি সেতু পুনরায় সার্ভে করে তার প্রস্থ প্রসারিত করার কথা জানান মেয়র। তিনি বলেন শহরের সমস্ত সেতু সংস্কার করা হবে। এই সেতুটি পুনরায় পুরো নিগমের ইঞ্জিনিয়ারদের দিয়ে সার্ভে করানো হবে। সেতুটি প্রস্থ কিছুটা বৃদ্ধি পেলে এলাকার যান চলাচলের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি সেতুর সঙ্গে থাকা হিউম পাইপ এর মধ্যে ময়লা আবর্জনা জমে রয়েছে। ওই সেতুর পাশ দিয়ে গিয়েছে অশোকবাবুর আমলে বন্ধ হয়ে যাওয়া এসটিপি প্লান্টের সোয়ারেজ পাইপগুলি। মেয়র বলেন এসটিপি প্লান্ট এর কাজ পুনরায় শুরু হবে ফলে তার আগেই সেতু এবং নদী সংলগ্ন এলাকার সার্ভে করে আধুনিকীকরণ করতে হবে।

 

 

অন্যদিকে সিপিএম কাউন্সিলর বলেন রাস্তাটি পূর্ব বোর্ডের সময়তেই পাশ করা হয়। এদের কাজ থেমে ছিল। মেয়র জানিয়েছেন সব ওয়ার্ডেই কাজ হবে। আমরা চাই কাজটা হোক।

You cannot copy content of this page