🔴লোকসভা ভোটের মুখে ট্রাক বোঝাই করে বিহারে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকার বেআইনী মদ। পাচারের ছক বাঞ্চাল করলো পুলিশ। গাড়িতে বিহার পশ্চিমবঙ্গ আসামের ভোট নম্বর প্লেট হাতে পুলিশের
শিলিগুড়ি। লোকসভা ভোটের মুখে ট্রাক বোঝাই করে বিহারে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকার বেআইনী মদ। পাচারের ছক বাঞ্চাল করলো পুলিশ। সোমবার গভীর রাতের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানার পুলিশ
জলপাই মোড় এলাকা থেকে একটি টোটো গাড়ি আটক করে। ওই টোটো তে প্রায় লক্ষাধিক টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। টোটো তে থাকা দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাজেশ কুমার (৩৩),মহম্মদ ইমরান(২৩)। ধৃতরা মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিপুল পরিমাণ লক্ষ লক্ষ টাকার মদ ভিন রাজ্য বিহার সীমান্ত শিলিগুড়িকে করিডর করে এই লক্ষ লক্ষ টাকার বেআইনি-মদ বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান বিহারে সামনে একাধিক দফায় লোকসভা নির্বাচন রয়েছে। সেই ভোট প্রভাবিত করতেই এই বিপুল পরিমাণ বেআইনি মদ নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। অন্যদিকে মঙ্গলবার বিকেলে কয়েক লক্ষ টাকার বেআইনি মদ সমেত বিহারের উদ্দেশ্যে যাওয়ার ট্রাক আটক করে বাগডোগরা থানার পুলিশ। বাগডোগড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আসাম নম্বরের একটি ট্রাককে আটক করা হয়। ওই ট্রাকের ভেতর স্পেশাল চেম্বার তৈরি করে কয়েক লক্ষ টাকার বেআইনি মদ থরে থরে মজুদ করে বিহারে যাচ্ছিল। পুলিশ তল্লাশি চালাতেই ওই বেআইনির মদ বেরিয়ে আসে। এরপরই দেখা যায় ওই ট্রাকের নম্বর প্লেট সম্পূর্ণ জাল। ট্রাকে বিহার,আসাম ও পশ্চিমবঙ্গের ভুয়ো দুটি নম্বর প্লেটও হাতে এসেছে পুলিশের। ধৃত চালক ও সহকারী চালক অজয় কুমার (২৫), বৈশালী নিবাসী,জহিরুল ইসলাম (২৪) আসাম বঙগাইগাও-এর বাসিন্দা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।