শিলিগুড়িতে স্ট্রং রুমে পেছনে আচমকা অগ্নিকান্ড। ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে স্ট্রং রুমে ২৪ঘন্টা দমকল মোতায়েন

 

শিলিগুড়ি। শিলিগুড়িতে স্ট্রং রুমে পেছনে আচমকা অগ্নিকান্ড। ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে স্ট্রং রুমে ২৪ঘন্টা দমকল মোতায়েন। এলাকা জুড়ে ধূমপান ও কোনরকমের তামাক জাতীয় দ্রব্য সেবন ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। জানা গিয়েছে সোমবার রাতে আচমকা শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমের পেছনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকাবাসী এবং প্রশাসনের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনভাবে বা কেউ ওই এলাকায় অগ্নিসংযোগ ঘটায়। ওই এলাকায় শিলিগুড়ি কলেজের পেছনে ধূমপান ও তামাক জাতীয় সেবনের আসর জমে ওঠে দিনভর। রাতেও ধূমপায়ীদের দেখা যায়। প্রশাসনের অনুমান কোনভাবে এ ধরনের ঘটনা থেকেই স্ট্রংরুমের পেছনে অগ্নি সংযোগ ঘটেছে। তবে অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে। শিলিগুড়ি বিধানসভার সহ মহৎ শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া নকশালবাড়ি,ফাঁসিদেওয়া বিধানসভা ক্ষেত্রের জনতার রায়ের ইভিএম মেশিন ও ভিভি প্যাড শিলিগুড়ি কলেজ স্ট্রংরুমে সংরক্ষিত রয়েছে। ফলে কোনভাবে আগুন ছড়িয়ে পড়লে বড় আশঙ্কার মুখে পড়তে হতো। এরপরই শিলিগুড়ি মহকুমা নির্বাচনী আধিকারিক এর তরফে ২৪ ঘন্টা স্ট্রংরুমে দমকল মোতায়েন করা হয়। একই সঙ্গে ওই এলাকায় ধূমপান সেবন ও তামাক জাতীয় দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

You cannot copy content of this page