কলকাতায় একের পর এক ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই অফিসারের পর এবারে উত্তরবঙ্গে পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার ভুয়ো আদালতের বিচারপতি। কিষানগঞ্জ আদালতের এডিশনাল সেশন জর্জ ও স্পেশ্যাল অকশন অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে শিলিগুড়ির তিন ব্যবসায়ীর সঙ্গে প্রায় কোটি টাকার আর্থিক প্রতারনা। অভিযোগের তদন্তে নেমে শিলিগুড়ির গোয়েন্দা বিভাগের অভিযানে বুধবার হাতেনাতে ভুয়ো সিল-নথি সহ বিহারের কিষানগঞ্জ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত সমীর দুবে ও তার ভুয়ো কর্মকাণ্ডের সহযোগী ফায়েক আলম। জানা গিয়েছে এই ভুয়ো সেশন জর্জ ও অকশন অফিসার সমীর দুবে ভারত সরকার লেখা গাড়ি ব্যবহার করত।
হুবহু সরকারী জাল সিল ও স্ট্যাম্প কাগজ নথি হিসেবে শিলিগুড়ির ব্যবসায়ীদের দিয়েছিল সে।

গত একবছর ধরে ভুয়ো প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিলেন এই ব্যক্তি। শিলিগুড়ির শহরের পরপর তিন ব্যবসায়ি এই জালিয়াতির ছকে পা ফেলে।

 

জানা যাচ্ছে কিষানগঞ্জ আদালতের আইনজীবী তিনি। আইনজীবী হয়ে এডিশন্যাল সেশন জর্জ ও অকশন অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা চক্র চালাতো সে। এক্ষেত্রে আইনি জটিলতার এড়ানো সহজ হয়ে ওঠে।

গত ২৮শে জুন শিলিগুড়ির সেবক রোডের প্রতারিত ব্যবসায়ি অভিযোগ দায়ের করে ভক্তিনগর থানার পুলিশের কাছে । তিনি জানান গত এক বছর ধরে ওই ব্যক্তির প্রতারনার শিকার তিনি ও তার তিন ব্যবসায়ি বন্ধু। বেশ কিছু মাস আগে ভুয়ো ব্যক্তি তার দোকানে এসে নিজের নাম কেকে ত্রিপাঠী বলে জানান। তিনি বলেন বিহারের কিশনাগঞ্জ আদালতের এডিশন্যাল সেশন জর্জ ও অকশন অফিসার তিনি। তার হাতে পুলিশের বাজেয়াপ্ত করা অকশনের জন্য ছাড়া হবে এমন প্রচুর গাড়ি রয়েছে।

এরপরই ৫০০টন গমের খোঁজ দেন ওই ব্যবসায়ীকে ভুয়ো বিচারপতি। ওই ব্যবসায়ি আরো তিনজন তার পরিচিত বন্ধু ব্যবসায়ীদের বিষয়টি জানালে তারা আগ্রহ প্রকাশ করে ভুয়ো বিচারপতির ফেলা জালে ধরা দেয়। ৯১লক্ষ টাকা  শাকরেদ ফায়েক আলমের উপস্থিতিতে ভুয়া বিচারপতি সমীর দুবে কে দেয় ব্যবসায়ি। এর কিছুদিনের মধ্যে বেপাত্তা হয়ে যান তারা। ব্যবসায়ীরা কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেন না।

ব্যবসায়ীদের খটকা লাগতে তারা নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেন ওই ব্যক্তি আসলে এক জালিয়াত। কিশানগঞ্জ আদালতের আইনজীবী তিনি। তার বিচারপতির ও অকসন অফিসারের পরিচয় পুরোটাই জাল! এদিকে ওই ৯১ লক্ষ টাকার হুবহু সরকারি দপ্তরিয় সিল ছাপ্পা মারা জাল মানি রিসিট , ট্রেজারি চালান সহ নথিপত্র ব্যবসায়ীকেে দিয়েছিলেন ভুয়ো ব্যক্তি।

বুধবার বিহারের কিশান্গঞ্জ এর বাসিন্দা ভুয়ো বিচারপতি সমীর দুবে ও তার অপরাধমূলক কাজের ছায়াসঙ্গী ফায়েক আলমকে গ্রেফতার করে শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সহযোগি ফায়েক আলম উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা বলেই পুলিশের তরফে জানানো হয়।

এদিন কিশান্গঞ্জ আদালতে ধৃতদের পেশ করে তিনদিনের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে।

 

 

Content Protection by DMCA.com

103 thoughts on “উত্তরবঙ্গে পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার ভুয়ো আদালতের বিচারপতি

  1. drug information and news for professionals and consumers. Medscape Drugs & Diseases.
    https://stromectolst.com/# ivermectin 10 ml
    Definitive journal of drugs and therapeutics. Some are medicines that help people when doctors prescribe.

  2. Learn about the side effects, dosages, and interactions. Learn about the side effects, dosages, and interactions.
    https://clomiphenes.com how can i get clomid without rx
    Cautions. Everything what you want to know about pills.

  3. Comprehensive side effect and adverse reaction information. Learn about the side effects, dosages, and interactions.
    best erection pills
    Everything about medicine. Definitive journal of drugs and therapeutics.

  4. Get information now. Learn about the side effects, dosages, and interactions.
    https://canadianfast.com/# canadian pharmacy online
    Medicament prescribing information. drug information and news for professionals and consumers.

  5. Best and news about drug. п»їMedicament prescribing information.
    sildenafil online cheap
    Prescription Drug Information, Interactions & Side. Some are medicines that help people when doctors prescribe.

  6. Some are medicines that help people when doctors prescribe. Some are medicines that help people when doctors prescribe.
    rx sildenafil
    Actual trends of drug. earch our drug database.

  7. drug information and news for professionals and consumers. Top 100 Searched Drugs.
    tadalafil soft
    All trends of medicament. Drugs information sheet.

  8. Commonly Used Drugs Charts. Definitive journal of drugs and therapeutics.
    cheapest tadalafil us
    Comprehensive side effect and adverse reaction information. Commonly Used Drugs Charts.

  9. drug information and news for professionals and consumers. Comprehensive side effect and adverse reaction information.

    https://clomidc.fun/ how can i get generic clomid without prescription
    Some are medicines that help people when doctors prescribe. Drugs information sheet.

  10. I don’t know whether it’s just me or if perhaps everybody
    else experiencing issues with your blog. It seems like some of the written text
    on your content are running off the screen. Can somebody else please provide
    feedback and let me know if this is happening to them as
    well? This could be a issue with my internet browser because I’ve had this happen before.
    Appreciate it

    my web site … porno

  11. My brother suggested I might like this website.
    He used to be totally right. This put up actually made my day.
    You can not believe simply how so much time I had spent for this info!
    Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *